নাসিম রুমি: প্রায় দেড় যুগ পরে নিজ গ্রামে পা রেখেছেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। তাকে একপলক দেখার জন্য শিশু-কিশোর, নারী-পুরুষসহ হাজার হাজার উৎসুক দর্শক একাডেমি মাঠে ভিড় করেন।
বুধবার দুপুর সাড়ে ১২টায় কুমিল্লা তিতাস উপজেলা কাপাশকান্দি মডেল একাডেমির প্রধান শিক্ষক, অফিস সহকারী, দপ্তরী, প্রহরী ও আয়া নিয়োগ পরীক্ষা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।
অনুষ্ঠান শেষে বাবার কবর জিয়ারত করেন চিত্রনায়ক ফেরদৌস আহম্মেদ।
কুমিল্লা-২ তিতাস-হোমনা আসনে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এমন গুঞ্জন শোনা যাচ্ছে?
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নায়ক ফেরদৌস বলেন, আমি আমার পিত্রালয়ে এসেছি ব্যক্তিগত কাজে, কোনো রাজনৈতিক কাজে নয়।
উপস্থিত ছিলেন চিত্রনায়ক তৌফিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিক উদ্দিন আহমেদ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সারজিনা আক্তার, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মো. আমির হোসেন, মো. শামসুল হক, মো.কবির হোসেনসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।