English

17 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

দেড়লাখি গাউনে সবাইকে চমকে দিলেন কারিনা

- Advertisements -

গাউনটি বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের জন্য বিশেষভাবে নকশা করেছিলেন পোশাকশিল্পী আলিনা আনওয়ার। তার ওয়েবসাইট সূত্রে জানা গেছে, গাউনটির মূল্য ১ লাখ ৫৮ হাজার রুপি। তবে দেড়লাখি ওই গাউন পরে কেন অস্বস্তিতে অভিনেত্রী?

বলিউডে দুই যুগ পার করে ফেলেছেন কারিনা কাপুর। তবু তার ‘ম্যাজিক’ এখনও অটুট। তিনি বিনা মেকআপে পর্দায় হাজির হোন বা সেজেগুজে আসুন, তাকে দেখে আজও মুগ্ধ হন ভক্ত-অনুরাগীরা।

সম্প্রতি সেই সাইফপত্নী একটি টুকটুকে লাল রঙের গাউন পরে এসেছিলেন একটি অনুষ্ঠানে। ফ্যাশন সমালোচকরা বলছেন, ওই পোশাকে কারিনাকে দেখে তাদের হৃদস্পন্দন কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল! লাল গাউনে কারিনার ভিডিও আগুনের গতিতে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই ভিডিও দ্রুতই ভাইরাল হয়েছে। দেখে অবশ্য ভক্তদের একাংশ একটি অন্য পর্যবেক্ষণও জানিয়েছেন। অনেকেই বলেছেন— খোলামেলা ওই গাউন পরে কারিনার কিছুটা অস্বস্তি হচ্ছিল বলেই মনে হয়েছে তাদের।

লাল রঙের ওই গাউনটির গলার অংশটি অনেকটাই গভীর। গায়ের সঙ্গে প্রায় লেপটে থাকা নরম কাপড় কোমর পর্যন্ত ফিটেড। তবে উরু থেকে দুই ভাগ হয়েছে গাউনের কাপড়। তাতে স্পষ্ট হয়েছে কারিনার সুগঠিত বাঁ পা এবং পায়ে পরে সরু সোনালি স্ট্র্যাপের স্টিলেটো। গাউনের সঙ্গে কারিনার কাঁধ থেকে নেমেছে মাটি ছোঁয়া কেপ। এ গাউনটি কারিনার জন্য বিশেষভাবে তৈরি করেছেন পোশাকশিল্পী আলিনা আনওয়ার। যার মূল্য ১ লাখ ৫৮ হাজার টাকা।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে গাড়িতে উঠছেন কারিনা কাপুর। তার আগে ফোন ও কেপের একটি প্রান্ত দিয়ে আড়াল করছেন বক্ষ বিভাজিকা। নেটিজেনদের অনেকেই সেই ভিডিও দেখে প্রশ্ন তুলছেন— এমন পোশাক পরা কেন? যাতে জনসমক্ষে থাকতে অস্বস্তি হয়! কারিনা নিজেও ওই পোশাকের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেননি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন