English

15 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
- Advertisement -

দুর্ঘটনার কবলে অক্ষয় কুমার!

- Advertisements -

নাসিম রুমি: দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেলেন অক্ষয় কুমার। জানা গেছে, দুর্ঘটনায় অক্ষয়ের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। মুম্বাইয়ে ‘হাউসফুল ৫’ সিনেমার শুটিং করার সময় চোট পেলেন অভিনেতা।

ছবির সেটে থাকা এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, অক্ষয় একটি কঠিন দৃশ্যে অভিনয় করছেন। সেই সময়েই একটা কিছু উড়ে এসে তাঁর চোখে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে শুটিং সেটে চোখের চিকিৎসককে ডেকে আনা হয়। তিনি অক্ষয়ের চোখে ওষুধ দিয়ে ব্যান্ডেজ বেঁধে দেন। অভিনেতাকে ১৫ দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। অন্য অভিনেতাদের নিয়ে ছবির শুটিং করা হচ্ছে।

তিনি আরও বলেন, অক্ষয় দ্রুত শুটিং শুরু করতে চাইছেন। ফের শুটিং সেটে ফিরে আসতে উদ্‌গ্রীব হয়ে আছেন। একবার অন্তিম পর্যায়ের শুটিং বাকি রয়েছে। তাই অক্ষয় আর ছবির কাজ ফেলে রাখতে চাইছেন না।

‘হাউসফুল ৫’ ছবিতে অক্ষয় ছাড়াও অভিনয় করছেন রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, শ্রেয়শ তলপড়ে, চাঙ্কি পাণ্ডে, জ্যাকলিন ফার্নান্ডেজ়, নার্গিক ফকরি। এছাড়াও, দেখা যাবে ফারদিন খান, দিনো মোরিয়া, জনি লিভার, জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত, নানা পটেকর, সোনম বাজওয়া, চিত্রাঙ্গদা সিংহ ও সৌন্দর্যা শর্মা।

ইউরোপের বেশ কিছু জায়গায় ছবির শুটিং হয়েছে। টানা ৪০ দিন ধরে একটি ক্রুজ়েও শুটিং হয়েছে এই ছবির। ২০২৫-এর ৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই সিনেমা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন