দ্বিতীয় সংসার ভাঙার পর অভিনেতা সৌরভ দাসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন টলিউড অভিনেত্রী অনিন্দিতা বসু। টলিপাড়ায় এ জুটির প্রেমের খবর ওপেন সিক্রেট। কয়েক বছর তারা লিভ-ইন সম্পর্কেও ছিলেন। কিন্তু অনিন্দিতার এ সম্পর্কও ভেঙে গেছে।
কিছুদিন আগে অনিন্দিতার সঙ্গে সম্পর্কের ভাঙন নিয়ে মন্তব্য করেছেন সৌরভ। কিন্তু পরিষ্কার করে কিছু বলেননি। এবার মুখ খুললেন অনিন্দিতা বসু। তার ভাষায়—‘বিভিন্ন বিষয়ে আমাদের মধ্যে ঝামেলা তৈরি হচ্ছিল; তারপরও চেষ্টা করেছি সম্পর্কটা টিকিয়ে রাখার। কিন্তু পারিনি।’
অনিন্দিতার দাবি বদলে গেছেন সৌরভ। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘যে সৌরভের সঙ্গে থাকতে শুরু করেছিলাম, তার সঙ্গে আজকের সৌরভের অনেক তফাত। আমার ব্যক্তিগত জীবন নিয়ে কেউ কথা বলুক তা চাইনি। কাদা-ছোড়াছুড়ির ভয়েই ফোন বন্ধ রাখতাম।’
সৌরভের সঙ্গে মিলে একটি ফ্ল্যাট কিনেছিলেন অনিন্দিতা। এ বিষয়ে এই অভিনেত্রী বলেন, ‘আপাতত সেটা দু-ভাগ হয়েছে; রেনোভেশনের কাজ চলছে।’ সৌরভের পর অনিন্দিতার জীবনে কি নতুন কেউ এসেছেন? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হ্যাপিলি সিঙ্গেল।’
উল্লেখ্য, সৌরভের সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকার আগে দু’বার ঘর ভেঙেছে অনিন্দিতার। ২০১৩ সালে অভিনেতা গৌরব চ্যাটার্জির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অনিন্দিতা। দু-বছর পর ভেঙে যায় এ বিয়ে। এরপর পরিচালক অভিমন্যু মুখার্জিকে বিয়ে করেন তিনি। ২০১৭ সালে এ সংসারে ইতি টানেন এই নায়িকা।