নাসিম রুমি: বলিপাড়ায় দীপিকার পরিচয় ‘কুইন অব বলিউড’ হিসেবে, নিজের অভিনয় দক্ষতা দিয়ে এই তকমা অর্জন করে নিয়েছেন তিনি। তবে অভিনয়ের পাশাপাশি আরও একটা দিকে সবসময় অপ্রতিরোধ্য রণবীর পত্নী, আর তা হলো দারুন ফ্যাশন সেন্স আর দুর্দান্ত এয়ারপোর্ট লুক। দীপিকার এয়ারপোর্ট লুকে মুগ্ধ হয়নি এমন বলিউড সেলেব্রিটি খুব কমই আছে।
এয়ারপোর্ট লুক বলিউডে বেশ চর্চার একটা বিষয়। কার এয়ারপোর্ট লুক কতো আকর্ষণীয়, তা নিয়ে চলে এক অলিখিত প্রতিযোগিতা। তবে দিপীকার যেন এ ব্যাপারে প্রতিদ্বন্দ্বী খুব কমই আছে। এই পদ্মাবৎ অভিনেত্রীর ফ্যাশনের একটা বড় অংশ জুড়ে রয়েছে নানা রকম দামি ডিজাইনার ব্যাগ। শ্যানেল, ডিওর, লুই ভিটন বা হারমিস- কোনোটাই বাদ যায়নি এই অভিনেত্রীর কালেকশান থেকে।
তবে শ্যানেল ব্র্যান্ডের প্রতি দীপুর আলাদা এক টান রয়েছে। তাইতো দীপিকার বেশিরভাগ এয়ারপোর্ট লুকের দেখা মেলে শ্যানেল ব্যাগের। দীপিকার কালেকশানে শ্যানেলের কয়েক ধরনের ব্যাগ রয়েছে। এর মধ্যে রয়েছে একটি বড় সাইজের টোট ব্যাগ, যার দাম শুনলে পাঠকদের চোখ কপালে উঠবে। দীপিকার শ্যানেল লার্জ ডোভিল টোটের যে দাম, তা দিয়ে অনায়াসে ইউরোপে দশদিনের ট্যুর দিয়ে আসা যাবে।
দীপিকার প্রিয় এই ব্যাগটি কিনতে গেলে আপনাকে গুনতে হবে প্রায় সাড়ে ৫ লাখ টাকা। এই টাকায় আরাম করে আপনি ইউরোপের যে কোনো বিলাসবহুল দেশে ঘুরে আসতে পারবেন প্রায় ১০ দিন। থ্রি স্টার মানের হোটেলে থাকা, বড় বড় শহর ঘোরা, বন্ধুদের জন্য স্যুভেনির, সব হয়ে যাবে দীপিকার এই এক ব্যাগের দামে।