English

22 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

দীপিকার আরো একটি বড় বাজেটের সিনেমা

- Advertisements -

নাসিম রুমি: আজ থেকে দুই বছর আগে বলিউডের জন্য সময়টা একেবারেই ভালো ছিল না। একের পর এক সিনেমা ফ্লপ, বলিউড বয়কট ডাক, সব মিলিয়ে যেনো বলিউডের সাড়ে সাতি দশা চলছিল। কিন্তু চলতি বছরটা যেন ভীষণ ভালো একটা খবর নিয়ে এসেছে বলিউডের জন্য।

পাঠান সিনেমার হাত ধরে একের পর এক রেকর্ড ভেঙে ফেলছে বলিউড, সঙ্গে বন্ধ হয়ে থাকা প্রেক্ষাপটেও এতদিন পর লক্ষ্মীর মুখ দেখতে পেল।

পাঠান সিনেমার সাফল্য উপভোগ করতে না করতেই এবার পরবর্তী সিনেমা প্রজেক্ট কে- র শুটিং নিয়ে ফিরতে চলেছেন দীপিকা পাডুকোন। দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম বিখ্যাত পরিচালক নাগ অশ্বিন পরিচালিত এই সিনেমায় দীপিকার সঙ্গে অভিনয় করবেন অমিতাভ বচ্চন এবং প্রভাসের মতো বড় বড় তারকারা। সিনেমাতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন দিশা পাটানি।

ইতিমধ্যেই খবর পাওয়া গেছে, সিনেমাটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। পরিচালকের স্বপ্নের ছবি এই সিনেমাটি। অন্যান্য সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রি সিনেমার মতো এই সিনেমাটিও দুই পর্বে আসবে, ফলে ইতিমধ্যেই সিনেমা নিয়ে উত্তেজনা তুঙ্গে সাধারণ মানুষের মধ্যে।

ছবি নির্মাতাদের দাবি, চিত্রনাট্যর স্বার্থেই দুই ভাগে তৈরি হবে এই সিনেমা। প্রথম ভাগে প্রাধান্য পাবে সিনেমার প্রধান চরিত্রগুলি এবং তাদের মধ্যে দ্বন্দ্ব। দ্বিতীয় ভাগে গল্পের উপর বেশি জোর দেবেন নির্মাতা। প্রযোজনা সংস্থা বৈজয়ন্তী মুভিজের দাবি, ভারতীয় সিনেমা ইতিহাসে গত ৫০ বছরে এমন কোন সিনেমা তৈরি হয়নি।

তবে দু ভাগে তৈরি হলেও সিনেমার শুটিংয়ের মধ্যে কেমন কোন বিরতি রাখবেন না নির্মাতারা। সিনেমার উত্তেজনা বজায় রাখার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন ছবি নির্মাতারা। মনিরত্নম পরিচালিত পিএস১ এবং পিএস ২, সিনেমার দেখানো পথেই হাঁটতে চলেছেন পরিচালক নাগ অশ্বিন। সিনেমার শুটিং হিন্দি এবং তেলেগু দুই ভাষাতেই করা হবে। খুব সম্ভবত আগামী বছর এপ্রিল মাস নাগাদ মুক্তি পাবে এই সিনেমাটি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন