ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে প্রদর্শিত হবে সেলিম খান পরিচালিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাটি। রোববার (৮ আগস্ট) রাত ৮টা ৩০ মিনিটে দেখানো হবে এটি। এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।
সেলিম খান বলেন, ‘বাংলাদেশ হাইকমিশন দিল্লির প্রেস উইং সাবান মাহমুদ আমাকে খবরটি জানিয়েছেন। এর মধ্যে আমরা সিনেমাটি পাঠিয়েছি তাদের কাছে। বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার সিনেমাটি দেখবেন।’
এরই মধ্যে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। পাশাপাশি এটি সিনেবাজ অ্যাপে দেখা যাচ্ছে।
‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীঘি। সিনেমাটির গল্প গড়ে উঠেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে। স্টোরি স্প্ল্যাশ মিডিয়া প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন শাপলা মিডিয়া ও শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার মো. সেলিম খান। চিত্রনাট্য রচনা করেছেন শামীম আহমেদ রনী।
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা ও নানা চক্রান্তের ঘটনা নিয়ে নির্মিত হয় ‘আগস্ট ১৯৭৫’ সিনেমা। এটি মুক্তির অপেক্ষায় রয়েছে।