English

18 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

দিলীপ কুমারের প্রতি মায়ের বিশেষ ভালবাসা ছিল: শাহরুখ খান

- Advertisements -

নাসিম রুমি: ভারতীয় সিনেমার ইতিহাসে অমর হয়ে আছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। আজ তাঁর ১০২তম জন্মবার্ষিকী। ভারতীয় চলচ্চিত্রের এই মহানায়ককে নিয়ে বহু স্মৃতি ভাগ করে নিয়েছেন শাহরুখ খান।

২০১৩ সালে ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দিলীপ কুমারের প্রতি নিজের শ্রদ্ধা ও ভালোবাসার কথা বলেছিলেন।

শাহরুখ ২০১৩ সালের এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমার বাবা দিলীপ কুমারের সঙ্গে পরিচিত ছিলেন এবং আমরা একই এলাকায় বসবাস করতাম।”

তিনি আরও জানান, দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানুর জন্য তাঁর পিসি লন্ডন থেকে ওষুধ পাঠাতেন। শাহরুখের মা, যিনি ছিলেন দিলীপ কুমারের ভক্ত, সায়রা বানুর সঙ্গে ভালো সম্পর্ক রেখেছিলেন।

শাহরুখ তাঁর শৈশবের একটি স্মৃতি স্মরণ করে বলেন, “আমাদের বাড়ি খুব কাছাকাছি ছিল, এবং আমি ছোটবেলায় প্রায়ই তাঁদের বাড়িতে যেতাম। মায়ের মুখে দিলীপ কুমারের কথা শুনতে শুনতে বড় হয়েছি। মায়ের কাছে তিনি ছিলেন এক অনুপ্রেরণার উৎস। আমার মা মনে করতেন, আমি দেখতে যেন দিলীপ কুমারের মতো।”

শাহরুখ বলেন, তাঁর পরিবারে সিনেমার প্রতি ভালোবাসা বরাবরই ছিল। ছোটবেলায় বাড়িতে একটি সাদাকালো টিভি ও ভিসিআর ছিল, যার মাধ্যমে প্রতি রাতে পরিবারের সবাই মিলে সিনেমা দেখা যেন এক নিয়মে পরিণত হয়েছিল।

তিনি আরও জানান, তাঁর মা পায়ে ব্যথায় ভুগতেন। তাই তিনি ও তাঁর বোন লালা রুখ প্রতি রাতে মায়ের পা টিপে দিতেন এবং একসঙ্গে সিনেমা দেখতেন। বিশ্বজিৎ ছিলেন তাঁর মায়ের প্রিয় নায়ক। মা মনে করতেন, বিশ্বজিৎ খুবই সুদর্শন। তবে দিলীপ কুমারের প্রতি তাঁর মায়ের বিশেষ ভালোবাসা ছিল। তিনি বিশ্বাস করতেন, শাহরুখের চেহারার সঙ্গে দিলীপ কুমারের মিল রয়েছে।

শাহরুখ বলেন, নতুন কোনো সিনেমা মুক্তি পেলেই তিনি, তাঁর মা এবং বোন মিলে তা উপহার সিনেমা হলে গিয়ে দেখতেন। এই অভিজ্ঞতাগুলো তাঁর শৈশবকে গভীরভাবে প্রভাবিত করেছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন