নাসিম রুমি: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সালমান খান। সিনেমার হিরোগিরির পাশাপাশি বাস্তব জীবনেও সালমান সত্যিকারের নায়ক। তার মানবিকতা বরাবরই প্রশংসনীয়। আর এই মানবিক গুণাবলির কারণেই অভিনেতার শুটিং সেটে কাজ করতে ভালোবাসেন দৈনিক ভিত্তিক শ্রমিকরা।
এক সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘দৈনিক ভিত্তিক শ্রমিকরা সালমানের ছবিতে কাজ করতে ভালোবাসেন। কারণ তাদেরকে প্রায় দ্বিগুণ মজুরি দেয়া হয় অন্য জায়গার তুলনায়। শ্রমিকদের ৮ ঘণ্টার ডিউটি। যখন সালমান খানের আসতে ৪-৫ ঘণ্টা দেরী হওয়ার কারণে শুটিং-এর সময় পেছায়, তখন শ্রমিকদেরকে সেই বাড়তি সময়ের পারিশ্রমিকও যা পাওয়ার কথা তার চেয়েও বেশি দেয়া হয়।
সূত্র আরও বলেন, ‘সালমান খান তাঁর আশেপাশের মানুষদের জীবন উন্নত করে তুলতে চান। সবাইকে পরিবার মনে করেন। এজন্যই অনেক মানুষ আছেন যারা দীর্ঘদিন ধরে অভিনেতার সঙ্গে কাজ করছেন। কেউ তাকে ছেড়ে যেতে চায় না।’
সালমান খানের দাতব্য প্রতিষ্ঠান ‘বিয়িং হিউম্যান’। এই প্রতিষ্ঠানের মাধ্যমে মহামারীর সময় অভিনেতা ২৫ হাজারের বেশি দিনমজুরকে নিয়মিত খাবার ও আর্থিক সহায়তা করেছেন।