মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সুপার শামসুল হকের বীরত্ব ও আত্মত্যাগের ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা ‘দামপাড়া’। চট্টগ্রাম মহানগর পুলিশের প্রযোজনায় এ ছবিতে শামসুল হকের চরিত্রে অভিনয় করবেন ফেরদৌস আহমেদ ও তার স্ত্রী মাহমুদা হক চৌধুরীর ভূমিকায় থাকছেন আশনা হাবিব ভাবনা। ছবির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আনন জামান। পরিচালনা করবেন শুদ্ধমান চৈতন। বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে ছবিটির শুটিং।
শহীদ পুলিশ সুপার শামসুল হক ১৯৭১ সালে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসাবে দায়িত্বরত ছিলেন। জীবন বাজি রেখে তিনি চট্টগ্রামের জনগণকে সঙ্গে নিয়ে পুলিশকে একাত্ম করে যুদ্ধের সূচনা করেন। ২৮ মার্চের পর শহরের নিয়ন্ত্রণ পাকিস্তানি সেনাবাহিনীর হাতে চলে যায়। ১৭ এপ্রিল অবর্ণনীয় নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করে পাকিস্তানিরা। তবে তার মরদেহ খুঁজে পাওয়া যায়নি।