নাসিম রুমি: বলিউডে পা রাখার আগে থেকেই গুঞ্জনে ছিল শাহরুখকন্যা সুহানা ও অমিতাভের নাতি অগস্ত্য়া নন্দার প্রেমের গপ্পো। মাঝে মধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হত সুহানা ও অগস্ত্যার নানা ভিডিও। তবে এবার দাদু অমিতাভের সামনেই সুহানার হাত ধরে ছবি তুলে গুঞ্জনপাড়ায় রীতিমতো হইচই ফেলে দিলেন অগস্ত্যা। সঙ্গে সঙ্গে রটে গেল বচ্চন পরিবারে ঐশ্বর্য ও অভিষেককে নিয়ে যাই অশান্তি ঘটুক না কেন, দাদু অমিতাভ কিন্তু নতুন এই সম্পর্ককে মেনে নিয়েছেন। আর তা স্পষ্ট এই অগস্ত্যার এই কাণ্ড থেকে।
মঙ্গলবারই মুম্বইয়ে হয়ে গেল পরিচালক জোয়া আখতারের নতুন ছবি ‘ দ্য আর্চিস’ ছবির প্রিমিয়ার। এই ছবি থেকেই বলিউডে পা রাখছেন সুহানা খান এবং অগস্ত্যার মতো স্টারকিডরা। এই প্রিমিয়ারে হাজির ছিলেন শাহরুখ খান, গৌরী খানরাও। অন্য়দিকে উপস্থিত ছিলেন গোটা বচ্চন পরিবার। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, প্রিমিয়ারে এমনই এক ভিডিও, যেখানে দেখা গিয়েছে অমিতাভের সামনেই সুহানার সঙ্গে ছবি তোলায় ব্যস্ত অগস্ত্যা।