দেশের খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিম। ছোট পর্দায় দীর্ঘদিন ধরেই সুনামের সঙ্গে কাজ করে এসেছেন তিনি। দর্শকদের অনেক নাটক উপহার দিয়েছেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
স¤প্রতি এক সাক্ষাৎকারে মোশাররফ করিম উল্লেখ করেছেন যে, দর্শকদের সঙ্গে তার আত্মার মিল রয়েছে। মূলত দর্শকদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশে তিনি এ কথা বলছেন।
মোশাররফ করিম বলেন, ‘আমার মনে হয় দর্শকের সঙ্গে আমার একটা আত্মার মিল আছে। কারণ আমিও সব জায়গায় থাকতে চাই। আমার কাছে বিষয়টা হচ্ছে অভিনয়। অভিনয়টা সব জায়গায় করতে চাই।’
নাটকের প্রতি ভালোবাসা আছে উল্লেখ করে তিনি বলেন, ‘নাটকের প্রতি আমার একটা ভালোবাসা আছে। তার কথায়, ‘একটা গল্প সেই গল্পটা নিয়ে আমাদের নিজেদের মধ্যে এই অল্প আয়াসের মধ্যেই আমাদের এক ধরনের গবেষণা থাকে এর মধ্য থেকেই আমরা একটু দর্শক স্পর্শ করতে চাই এবং আমরা সফলও হই।
নাহলে চলতো না এই ব্যাপারটা দারুণ আমি এটা উপভোগ করি।’