নাসিম রুমি: বলিউডে ‘সিরিয়াল কিসার’ হিসেবে পরিচিতি পাওয়া অভিনেতা ইমরান হাশমি। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। চলতি বছর দক্ষিণী সিনেমায় নাম লেখান ইমরান। তেলেগু ভাষার ‘ওজি’ সিনেমার দৃশ্যধারণের কাজ চলছে।
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখনো অভিষেক ঘটেনি ইমরান হাশমির। এরই মধ্যে তেলেগু ভাষার আরেক সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। ‘গুডাচারি টু’ শিরোনামের এ সিনেমা পরিচালনা করবেন বিনয় কুমার। দক্ষিণের এ সিনেমার জন্য কত টাকা পারিশ্রমিক নিলেন এই অভিনেতা? এ নিয়ে নেট দুনিয়ায় চর্চা চলছে।
সিয়াসাত ডটকম জানিয়েছে, তেলেগু ভাষার ‘গুডাচারি টু’ সিনেমার জন্য ৭ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি ২৫ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিচ্ছেন ইমরান খান।
‘গুডাচারি টু’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করবেন আদিবি। এতে আদিবির প্রতিপক্ষর চরিত্রে দেখা যাবে ইমরানকে।
ইমরান হাশমি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টাইগার থ্রি’। ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির এ সিনেমা গত বছরের ১২ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায়। এতে আইএসআই-এর প্রাক্তন ডেপুটি ডিরেক্টর জেনারেলের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। সিনেমাটির জন্য ৭-৮ কোটি রুপি পারিশ্রমিক নেন ইমরান।
ইমরান হাশমির হাতে রয়েছে তেলেগু ভাষার ‘ওজি’ সিনেমার কাজ। সুজিত পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করছেন— পবন কল্যাণ, প্রকাশ রাজ, অর্জুন দাস প্রমুখ। ২৫০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হচ্ছে অ্যাকশনার ঘরানার এই সিনেমা।