নাসিম রুমি: সময়ের সঙ্গে ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয়তা আরো বৃদ্ধি পাচ্ছে। মজার ব্যাপার হলো, হিন্দি সিনেমার দর্শকরাও ক্রমান্বয়ে দক্ষিণের দিকেই ঝুঁকছেন। স্বাভাবিক কারণে দক্ষিণী সিনেমার অভিনয়শিল্পীদের পারিশ্রমিকও বৃদ্ধি পাচ্ছে।
শুধু তারকা অভিনেতা নন, তারকা অভিনেত্রীরাও পারিশ্রমিক বাড়িয়েছেন। সম্প্রতি নয়নতারা, তৃষা কৃষ্ণান ও সামান্থা রুথ প্রভুর পারিশ্রমিক বৃদ্ধির সূচক অন্তত তেমনটাই বলছে। গত কয়েক বছর ধরে দক্ষিণী সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী নয়নতারা। কিন্তু এই তকমা কি এখনো নিজের দখলে রাখতে পেরেছেন?
ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়ার তকমা নয়নতারার দখলে ছিল। প্রতিটি সিনেমার জন্য ১০-১১ কোটি রুপি নিয়ে থাকেন তিনি। কিন্তু এ তকমা কেড়ে নিয়েছেন তৃষা কৃষ্ণান। এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা পরিচালনা করছেন মণি রত্নম। এ সিনেমার জন্য ১২ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তৃষা।
এক প্রতিবেদনে জানা যায় বলিউডে অনেক বড় সংখ্যক দর্শক রয়েছে নয়নতারার। তিনি এখন প্রতি সিনেমার জন্য ১২-১৩ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। আর নয়নতারার এই চাহিদা নির্মাতারাও পূরণ করছেন।
দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তার পরবর্তী ওয়েব সিরিজ ‘সিটাডেল’। জানা যায়, এ সিরিজের জন্য ১০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি। এদিকে থেকে নয়নতারা ও তৃষার পরের অবস্থানই সামান্থার।