হায়দ্রাবাদের ‘পুষ্পা টু’ প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার চিক্কাদপল্লী থানা থেকে মেডিক্যাল চেকাআপের জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ আল্লু অর্জুনকে গ্রেপ্তারের পর গান্ধী হাসাপাতালে নিয়ে গেছে বলে খবর প্রকাশ করেছেন ভারতীয় গণমাধ্যম দি ইকোনমিক টাইমস। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে আল্লুর শারীরিক পরীক্ষা করা হবে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে গত ১১ ডিসেম্বর একটি প্রতিবেদনও দাখিল করেছিলেন আল্লু এবং গ্রেপ্তার এড়াতে কিছু আইনি প্রক্রিয়া স্থগিতেরও অনুরোধ করেছিলেন তিনি।
ঘটনার দিন রাত সাড়ে ৯টার দিকে অর্জুন প্রেক্ষাগৃহে আসেন। তার আগমনের খবর তিনি আগে থেকে অবগত করেননি। প্রবেশদ্বারের বাইরে ১৫-২০ মিনিট বাইরে কাটিয়ে দেন আল্লু।