এ ছাড়া শুটিংয়ে অংশ নেন অভিনেতা ও গায়ক এরফান মৃধা শিবলু ও চিত্রনায়ক সাইফ খান, ভিকি কুন্তলসহ অনেকেই।
তখনই গোলাগুলির শব্দ পান। তিনটি চান্দের গাড়িতে করে অস্ত্র সজ্জিত সন্ত্রাসীরা এসে ব্যাংক লুট করে নিয়ে যায়।
প্রসঙ্গত, বুধবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। সশস্ত্র সন্ত্রাসীরা থানচির সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ঢুকে পড়ে। তবে ব্যাংক থেকে টাকা লুট হয়েছে কি না, বা কত টাকা লুট হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা সম্ভব হয়নি।
এর আগে বুধবার রাত ৯টার দিকে ৭০ থেকে ৮০ জনের একটি সশস্ত্র দল রুমাতে সোনালী ব্যাংকে হামলা চালায়। সন্ত্রাসীরা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছ থেকে ১৪টি অস্ত্র লুট করে এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপক নিজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়।
পাহাড়ি সন্ত্রাসীদের ধরতে এবং অপহৃত ম্যানেজারকে উদ্ধারে যৌথ অভিযানে নেমেছে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।