নাসিম রুমি: বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে না পারলেও ‘ব্যাড নিউজ’ এ ভিকি কৌশলের সঙ্গে তৃপ্তি দিমরির রসায়ন নজর কেড়েছিল দর্শকের। ছবির গান ‘জানাম’-এ তাদের নিয়ে বেশ আলোচনাও হয়েছিল বিস্তর। বর্তমানে রাজকুমার রাওয়ের সঙ্গে ‘ভিকি অউর বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও’ ছবি নিয়ে ব্যস্ত তৃপ্তি।
কিন্তু এই ছবির প্রথম গান মুক্তি পেতেই রোষের মুখে পড়লেন অভিনেত্রী। নেটাগরিকের একাংশের দাবি, তৃপ্তির পতন শুরু হয়ে গেছে।
‘লায়লা মজনু’, ‘বুলবুল’, ‘কলা’— এই ছবিগুলোতে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন তৃপ্তি। অনুরাগীরা আঁচ করেছিলেন, তৃপ্তির ভবিষ্যৎ উজ্জ্বল। কিন্তু, ‘অ্যানিম্যাল’-এ রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার পর থেকে সমালোচনার মুখে পড়তে থাকেন তিনি।
এর পরে ভিকির সঙ্গে উষ্ণ দৃশ্য। দর্শকেরা প্রশ্ন তুলতে থাকেন, তৃপ্তি কি এবার খোলামেলা চরিত্রেই বেশি স্বচ্ছন্দ? ‘ভিকি অউর বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও’ ছবির প্রথম গান ‘মেরে মেহবুব’ মুক্তি পেতেই নেটাগরিকের একাংশ দাবি করেছেন, তৃপ্তির খারাপ সময় এসে গেছে।
গানে একটি নাচের দৃশ্য নিয়ে দর্শকের আপত্তি। মেঝেতে শুয়ে নেই নাচের ভঙ্গি দেখে নীতিপুলিশি শুরু হয়েছে নেটাগরিকের।
একজন মন্তব্য করেছেন, “লায়লা মজনু’র মতো ছবি করে এখন এই অবস্থা! সত্যিই তৃপ্তির পতন দেখার মতো।” আর এক জন মন্তব্য করেছেন, “এত ভাল অভিনেত্রী হয়েও নিজেকে এই ভাবে পতনের দিকে নিয়ে যাচ্ছেন!” কেউ আবার লিখেছেন, “এত ভাল অভিনেত্রীকে এমন ভাবে নাচতে দেখে সত্যিই অস্বস্তি হচ্ছে।”
নৃত্যপরিচালক গণেশ আচার্যকেও কটাক্ষ করেছেন নেটাগরিকেরা। তার উদ্দেশে এক নেটাগরিকের মন্তব্য, “জঘন্য নাচের ভঙ্গি। কতটা পুরুষতান্ত্রিক মানসিকতা হলে একজন অভিনেত্রীকে দিয়ে এভাবে নাচানো যায়।”
তৃপ্তি ও রাজকুমার অভিনীত এই ছবি ৯০-এর দশকের প্রেক্ষাপটে তৈরি। এক নবববিবাহিত দম্পতিকে নিয়ে তৈরি এই ছবির গল্প। ছবিতে মল্লিকা শেরাওয়াত, বিজয় রাজ, অর্চনা পূরণ সিংও অভিনয় করেছেন।