আত্মহত্যা করলেন তেলেগু অভিনেতা সুধীর শর্মা। নিকু নাকু ড্যাশ ড্যাশ, সেকেন্ড হ্যান্ড-এর মতো সিনেমায় কাজ করেছিলেন।
সোমবার (২৩ জানুয়ারি) ৩৩ বছরের এই অভিনেতা আত্মহত্যা করেন। তার পরিবার থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, ভালো চরিত্রে কাজ পাওয়ার জন্য অনেকদিন ধরেই স্ট্র্যাগল করছিলেন সুধির। এ নিয়ে তিনি হতাশ ছিলেন।
একজন অভিনেতার এভাবে নিজের জীবন শেষ করে দেওয়ায় শোকাহত পুরো ইন্ডাস্ট্রিরসহ অভিনেতা ও বন্ধুরা।