এবার তৃণমূলে যোগ দিলেন টালিগঞ্জের নতুন প্রজন্মের এই চিত্রনায়িকা কৌশানী মুখার্জি। আজ রবিবার রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু ও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন তিনি।
এদিন তৃণমূলে যোগদানের পর কৌশানী বলেন, আমার বয়স হয়ত অল্প। কিন্তু টালিগঞ্জে আমার অনেক অনুরাগী রয়েছেন, আমার আজকের যোগদান তাদের অনুপ্রাণিত করবে। আমি বরাবর একটাই দলকে আদর্শ মনে করেছি, তা হল মমতা ব্যানার্জির নেতৃত্বে থাকা তৃণমূল। রাজ্যে কোন দল সরকার গড়বে, তা নিয়ে বিতর্ক চলছে। কিন্তু এটাই তৃণমূলে যোগ দেওয়ার সঠিক সময়। দিদির দেখানো পথেই হাঁটতে চাই।
নিজের প্রথম ছবির নাম উল্লেখ করে কৌশানী বলেন, আমার প্রথম সিনেমার নাম ছিল, পারব না আমি ছাড়তে তোকে, সেই সূত্রে আমি তখনই বলে দিয়েছিলাম দিদিকে আমি পারব না ছাড়তে।