English

33 C
Dhaka
বুধবার, এপ্রিল ২, ২০২৫
- Advertisement -

তুমি আর নেই সে তুমি- আনুশকার রহস্যময় পোস্ট

- Advertisements -

নাসিম রুমি: ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি রহস্যময় পোস্ট শেয়ার করেছেন। তার এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। যেখানে তিনি এক ব্যক্তির বিভিন্ন সংস্করণ নিয়ে কথা বলেছেন।

পোস্টে আনুশকা লিখেছেন, “প্রত্যেক মানুষের মনে আপনার একটি আলাদা সংস্করণ বিদ্যমান। আপনি যেভাবে নিজেকে ভাবেন, সেটি শুধুমাত্র আপনার জন্যই সত্য। এমনকি, আপনিও জানেন না প্রকৃতপক্ষে আপনি কে। প্রত্যেক ব্যক্তি যাদের সাথে আপনি দেখা করেন, সম্পর্ক গড়ে তোলেন বা রাস্তায় চোখাচোখি হয়, তাদের মনে আপনার আলাদা একটি প্রতিচ্ছবি তৈরি হয়।”

তিনি আরও যোগ করেন যে, এমনকি পরিবারের সদস্যদের কাছেও একজন ব্যক্তি ভিন্নরূপে ধরা দেয়। “আপনার মা, বাবা, ভাইবোনের কাছে আপনি যে ব্যক্তি, কর্মস্থলে সহকর্মীদের কাছে আপনি সেই একই ব্যক্তি নন। প্রতিবেশী বা বন্ধুদের চোখেও আপনি আলাদা। হাজারো সংস্করণে আপনার অস্তিত্ব রয়েছে মানুষের মনে। কিন্তু প্রকৃতপক্ষে, আপনার নিজস্ব ‘আমি’ বলে কিছু নেই।” ‘তুমি আর নেই, সেই তুমি’ বিরাট তোমাকে মিস করবো।

এদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ইনোভেশন ল্যাব আয়োজিত ‘ইন্ডিয়ান স্পোর্টস সামিট’-এ বিরাট কোহলি তার হতাশার কথা জানান যে, আন্তর্জাতিক সফরে ক্রিকেটারদের স্ত্রী বা সঙ্গীরা আর আগের মতো সহজে সফরসঙ্গী হতে পারেন না।

কোহলি বলেন, “বাইরের জগতে যত চাপই থাকুক না কেন, পরিবারের কাছে ফিরে আসাটা মানসিকভাবে স্থির থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এখনকার নীতির কারণে সেটি সহজ হচ্ছে না।”

তিনি আরও জানান, যখন কোনো খেলোয়াড় পারফর্ম করতে ব্যর্থ হন, তখনই এই বিতর্ক ওঠে যে, সফরে স্ত্রী বা সঙ্গীদের উপস্থিতি নিষিদ্ধ করা উচিত। এই ধরনের আলোচনা তাকে যথেষ্ট হতাশ করে। কোহলি বলেন, “মানুষ বুঝতেই পারে না যে, পরিবারের উপস্থিতি একজন খেলোয়াড়ের জন্য কতটা মূল্যবান। অথচ, যাদের কোনো নিয়ন্ত্রণ নেই, তাদের নিয়েই আলোচনা শুরু হয়ে যায় এবং বলা হয়— ‘তাদের দূরে রাখা উচিত’।”

বিসিসিআইয়ের নতুন নীতিমালায় বলা হয়েছে, কোনো আন্তর্জাতিক সফর যদি ৪৫ দিনের বেশি হয়, তাহলে খেলোয়াড়দের স্ত্রী বা সঙ্গীরা একবারের জন্য যোগ দিতে পারবেন। তবে আনুশকার এই পোস্ট কোহলির মন্তব্যের প্রতিফলন কিনা, তা পুরোপুরি নিশ্চিত নয়। তবে দু’টি বিষয় একসঙ্গে সামনে আসায় এটি নিয়ে আলোচনা আরও তীব্র হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন