English

36 C
Dhaka
শনিবার, মার্চ ২৯, ২০২৫
- Advertisement -

তুমিও নাকি হিরো!’, সেদিন শাহরুখের কথায় চরম অপমানিত হয়েছিলেন সুশান্ত

- Advertisements -

নাসিম রুমি: সুশান্ত সিং রাজপুত মৃত্য়ু নিয়ে আজও ধোঁয়াশা বলিউড জুড়ে। বলিউডের নোংরা রাজনীতির জন্য কি সুশান্ত আত্মহত্য়া করেছেন? নাকি তাঁকে খুন করা হয়েছে? তা নিয়ে এখনও বিতর্ক চলছে। তবে সম্প্রতি অবশ্য সিবিআই একটি রিপোর্ট জমা দিয়েছে আদালতে। সেই রিপোর্টে আত্মহত্য়ার তত্ত্বকেই সমর্থন করা হয়েছে। তবে সুশান্তের পরিবার মনে করছে, বলিউডের রাজনীতিই সুশান্তকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর যখন ফের শিরোনামে, ঠিক তখনই ভাইরাল শাহরুখ ও সুশান্তের এক কথোপকথন। যেখানে এক পুরস্কার প্রদান মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যেই সুশান্তকে চরম অপমান করেন। পাশে দাঁড়িয়ে সবটা দেখেছিলেন শাহিদ কাপুর। কিন্তু কিচ্ছুটি বলেননি।

হঠাৎই মঞ্চে সুশান্তকে ডেকে নিলেন শাহরুখ। তখন মঞ্চে ছিলেন শাহিদও। সুশান্ত স্টেজে উঠতেই শাহিদ বললেন, এই সুশান্ত, এ নাকি বলিউডের নতুন হিরো। দারুণ অভিনয় ও দারুণ নাচে। লোকে এমনটাই বলছে। শাহিদের মুখ থেকে কথা ছিনিয়ে নিয়ে শাহরুখ বললেন, তুমিও নাকি হিরো! লোকে বলে? কোন লোকে বলে, তোমার পাড়ার লোক, তোমার রান্নার লোক, তোমার বাড়ির লোক! তারপরই উৎকট হাসতে শুরু করেন শাহরুখ।

সেই সময় কিচ্ছুটি বলেননি সুশান্ত। তার পরের দিনই জিমে গিয়ে গোটা ঘটনার কথা জিম ইনস্ট্রাকটারকে বলেছিলেন সুশান্ত। শাহরুখের সেই কথায় সেদিন প্রচণ্ড দুঃখ পেয়েছিলেন তিনি। সম্প্রতি জিম ইনস্ট্রাকটার জানিয়েছেন, সুশান্ত কেঁদে ফেলেছিল আমাকে এই ঘটনা বলতে গিয়ে। তারপর বলেছিল, যেভাবেই হোক শাহরুখের এই অপমানের জবাব দিতে হবে। ভালো কাজ করতেই হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন