গুয়াহাটিতে বসেছিল আইপিএল ম্যাচের আসর। সেখানে এসেছিলেন ‘পাঞ্জাব কিংস’ দলের মালিক প্রীতি। গুয়াহাটি এসে তিনি গিয়েছিলেন কামাখ্যা মন্দিরে পূজা দিতে। কামাখ্যা মন্দিরে যাতায়াতের পথেই গুয়াহাটির মালিগাঁও এলাকার তীব্র যানজটে আটকে গিয়েছিলেন ‘বীরজারা’ সিনেমার নায়িকা। টুইট করে প্রীতি জানান, গত শনিবার তিনি গিয়েছিলেন কামাখ্যা মন্দিরে। যাওয়ার পথে প্রায় দুই ঘণ্টা তিনি আটকে ছিলেন ট্রাফিক জ্যামে।
তিনি জানিয়েছেন, এই প্রথম আইপিএলের আসর বসেছে গুয়াহাটিতে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলা ছিল পাঞ্জাব কিংসের। তিনি তার দল নিয়ে এসে এই সুযোগে যেতে চেয়েছিলেন কামাখ্যা মন্দিরে। প্রীতি জানান, ওই জ্যামের কারণে খেলার প্রথম ভাগ দেখতে পারেননি। তবে এ জন্য কোনো অভিযোগ নেই তার। কারণ গুয়াহাটি আসার তার কারণ ছিল কামাখ্যা মন্দির। সেই মন্দিরের শান্ত, পবিত্র পরিবেশ মন ছুঁয়েছে তার।
এদিকে গুয়াহাটির যানজট মোকাবেলায় একাধিক পরিকল্পনা করেছে অসমের প্রশাসন। সেখানে একাধিক ফ্লাইওভার করার পরিকল্পনা করা হয়েছে। সেই সঙ্গে যানজট এড়াতে বিভিন্ন রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ করার কথাও বলা হয়েছে। মালিগাঁও এলাকাতেও ফ্লাইওভার করার কাজ চলছে। ওই এলাকা এমনিতেই অপ্রশস্ত এবং সেখানে গাড়ি চলাচলের হার বেশি। ওই ফ্লাইওভার তৈরি হলে এই সমস্যা অনেকটাই মিটে যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।