চিত্রাঙ্গদা সিং। বলিউডে তাঁর ক্যারিয়ার খুব বেশি দিনের নয়। মাত্র কয়েকটা ছবি করেছিলেন তিনি। তার মধ্যেই একাধিক সুপারহিট ছবি বলিউডকে উপহার দিয়েছিলেন তিনি।
তাঁর সৌন্দর্য, ব্যক্তিত্ব, অভিনয়ের গুণে মুগ্ধ সবাই। তবে অনেক দিন তিনি বিরতিতে ছিলেন। বছরের শুরুতেই তিনি একটি ইন্দো-ইতালীয় ছবিতে সাইন করছেন।
মুম্বাইয়ের একাধিক জায়গায় এই ছবির শ্যুটিং শুরু করা হলেও মাঝে অনেক দিন বন্ধ ছিল। সম্প্রতি গৌতম ঘোষের পরিচালনায় ফের শিরোনামহীন ইন্দো-ইতালীয় প্রকল্পের শুটিং শুরু করেছেন অভিনেত্রী। ছবিটির শুরুর কথা ছিল ২০১৯ সালে। কিন্তু করোনা মহামারির কারণে শুটিং পিছিয়ে দেওয়া হয়েছিল। প্রায় তিন বছর পর, আবারও ছবিটির শ্যুটিং শুরু করতে পেরে আনন্দিত নির্মাতারা।
এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন চিত্রাঙ্গদা। এদিন তাঁর একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে অভিনেত্রীকে একটি সিল্কের শাড়ি এবং ন্যূনতম মেক-আপে দেখা যায়। চলচ্চিত্রটি একটি দম্পতি এবং তাঁদের সন্তানের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে।
জানা গেছে, শিগগিরই ছবির গোটা টিম ভারতের মধ্য প্রদেশের জবলপুরে যাবে শুটিংয়ের জন্য। হিন্দি এবং ইংরেজি দুটি ভাষাতেই শুট করা হবে এই ছবিটি। পরে ইতালীয় ভাষায় ডাব করা হবে।
গল্পটি লিখেছেন গৌতম ঘোষ এবং জগন্নাথ গুহ, ইতালীয় চিত্রনাট্যকার অ্যামেডিও প্যাগানিনি এবং সার্জিও স্কাপাগনিনি।