English

19 C
Dhaka
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
- Advertisement -

তিন বছর পর আবারও নতুন সিনেমায় যুক্ত হলেন নিপুণ

- Advertisements -

সর্বশেষ ২০১৭ সালে ‘ধুসর কুয়াশা’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী নিপুণ। তিন বছর পর আবারও নতুন সিনেমায় যুক্ত হলেন তিনি। এর নাম ‘বীরত্ব’। এখানে লুৎফা নামের একটি চরিত্রে তাকে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন তিনি।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণের নতুন এ ছবিটি পরিচালনা করবেন নাট্যনির্মাতা সাইদুল ইসলাম রানা। এটি তার প্রথম চলচ্চিত্র।
গেল ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় নিপুণ সিনেমাটিতে চুক্তিবন্ধ হয়েছেন। সিনেমাটির প্রযোজক শুক্লা বনিক, নির্বাহী প্রযোজক রঞ্জন দত্ত। ইকবাল মাহমুদ বাপ্পীর সার্বিক সহযোগিতায় সিনেমাটি নির্মিত হবে ‘পিং পং এন্টারটেইনম্যান্ট’র ব্যানারে।
পরিচালক জানান, ‘প্রস্তুতি নিচ্ছি আগামী ১ অক্টোবর থেকে শুটিং শুরু করার। ফরিদপুরের কিছু লোকেশনে প্রথম লটের কাজ হবে। প্রথম থেকেই আমাদের সঙ্গে যোগ দেবেন নিপুণ। আশা করছি গতানুগতিক ধারা ও চিন্তার বাইরে গিয়ে দর্শককে বিনোদন ও মেসেজ দুটোই দেয়ার মতো একটি ছবি হবে ‘বীরত্ব’।’
এ ছবিতে অভিনয় প্রসঙ্গে নিপুণ বলেন, ‘নিয়মিত এখন আর অভিনয় করা হয় না। ব্যবসা নিয়েও অনেক ব্যস্ত থাকতে হয়। তার ভিড়ে মনে দাগ কাটে এমন গল্প পেলে কাজ করার চেষ্টা করি। ‘বীরত্ব’ সিনেমার গল্পটি ভালো লেগেছে। আমি যে চরিত্রে অভিনয় করবো সেটি বেশ চ্যালেঞ্জিং এবং সিনেমায় খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি ‘বীরত্ব’ চমৎকার অভিজ্ঞতার সিনেমা হবে আমার জন্য।’
প্রসঙ্গত, ২০০৬ সালে সিনেমায় ক্যারিয়ার শুরু করা নিপুণ ২০০৮ সালে ‘সাজঘর’ এবং ২০০৯ সালে ‘চাঁদের মতো বউ’ চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন