নাসিম রুমি: নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন অভিনেতা ও পরিচালক ফারহান আখতার। ছবিটির নাম ‘১২০ বাহাদুর’। একটি পোস্টার প্রকাশ করে নতুন এই ছবির কথা জানান তিনি। এই ছবির মধ্য দিয়ে তিন বছর পর অভিনয়ে ফিরতে চলেছেন ফারহান।
২০২১ সালে স্পোর্টস ড্রামা ‘তুফান’-এ এক বক্সারের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এরপর তাকে আর অভিনয়ে দেখা যায়নি। তিন বছর পর ‘১২০ বাহাদুর’-এর পোস্টার প্রকাশ করে অভিনয়ে ফেরার খবর দিলেন ফারহান।
‘১২০ বাহাদুর’-এর নেপথ্যে রয়েছে ১৯৬২ সালের ভারত-চিন যুদ্ধ। ছবির নাম ঘোষণা করতে একটি পোস্টার প্রকাশ পোস্টারে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছেন এক সৈনিক। ফারহান ক্যাপশনে লিখেছেন, ‘তারা যা অর্জন করেছিলেন, তা কোনও দিন ভোলা সম্ভব নয়। মেজর শয়তান সিং পিভিসি এবং ১৩ কুমায়ুন রেজিমেন্টের চার্লি কোম্পানির সৈনিকদের বীরগাথাকে আপনাদের সামনে নিয়ে আসতে পেরে আমি গর্বিত।’
ছবিটি পরিচালনা করছেন ‘ধকড়’ খ্যাত পরিচালক রজনীশ ঘাই। বুধবার লাদাখে ছবির শুটিং শুরু হয়েছে।
‘ডন থ্রি’ ও ‘জি লে জারা’ ছবির আগেই ‘১২০ বাহাদুর’-এর কাজ শুরু করলেন ফারহান। তাই ধারণা করা হচ্ছে ‘ডন থ্রি’-এর মুক্তি পিছিয়ে যেতে পারে।