শাহরুখ খান তখন ইন্ডাস্ট্রিতে নতুন। তার কথা কোনো পরিচালকের মনেই হয়নি। বাজিগরের প্রথম প্রস্তাব যায় সেই সময়ের উদীয়মান তারকা সালমান খানের কাছে। তবে সালমান খানের শিডিউল থাকায় প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।
এরপর সেই প্রস্তাব যায় অনিল কাপুরের কাছে। কিন্তু চরিত্রটি নেতিবাচক হওয়ায় অনিল স্পষ্ট জানিয়ে দেন, এই ধরনের চরিত্রে অভিনয় করতে পারবেন না তিনি।
অনিলের থেকে হিরোর প্রস্তাব যায় অক্ষয় কুমারের কাছে। কারণ তার আগে খিলাড়ি আব্বাস মাস্তানের সিনেমা করে বিরাট হিট পেয়েছিলেন। কিন্তু হিরোর ইমেজ নষ্ট না করার অজুহাতে বাজিগরের প্রস্তাব ফিরিয়ে দেন অক্ষয় কুমারও। শেষ পছন্দ ছিলেন শাহরুখ। আর শাহরুখ খান শেষ পর্যন্ত হেরে গিয়ে জিতে যান বাজিগরে।
‘বাজিগর’-এ প্রথমবার শাহরুখ ও কাজল একসঙ্গে কাজ করেন। পরে এই জুটি বলিউডের অন্যতম সেরা অনস্ক্রিন জুটির তকমা পান। এই সিনেমাটির মাধ্যমেই বলিউডে অভিষেক হয় শিল্পা শেঠির। বাজিগরে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করা সিদ্ধার্থ রায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কয়েক বছর আগে।