English

18 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
- Advertisement -

তিন ঘণ্টা অপেক্ষা করেও ‘শক্তিমান’ হতে পারেননি রণবীর

- Advertisements -

নাসিম রুমি: নব্বইয়ের দশকে ঝড় তুলেছিল মুকেশ খান্না অভিনীত ভারতীয় টেলিভিশনের ‘শক্তিমান’ ধারাবাহিকটি। এই সুপারহিরোধর্মী ধারাবাহিক প্রযোজনার পাশাপাশি নামভূমিকায় অভিনয় করতেন মুকেশ নিজেই। চলতি বছরেই বলিউডের অন্দরে খবর রটেছিল ‘শক্তিমান’ নিয়ে সিনেমা তৈরি হতে চলেছে। আর শক্তিমান চরিত্রে অভিনেতা রণবীর সিংকে চূড়ান্ত করার খবরও প্রকাশ্যে আসে। অভিনেতাকে মুকেশ খান্নার অফিসেও দেখা যায়। তবে রণবীরকে অফিসে তিন ঘণ্টা বসিয়ে রেখেও ছাড়পত্র দেননি মুকেশ। জানিয়েছেন, এ চরিত্রে রণবীর সিংকে পছন্দ নয় তাঁর।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে সম্প্রতি মুকেশ খান্নার সঙ্গে দেখা করতে তাঁর অফিসে যান রণবীর। কিন্তু সেখানে তিন ঘণ্টা অপেক্ষা করেও চরিত্রটির ছাড়পত্র পাননি এ অভিনেতা। রণবীরের অভিনয়ের প্রশংসা করলেও চরিত্রটির ইমেজ তিনি ধারণ করেন না বলে মনে করেন মুকেশ।

মুকেশের কথায়, ‘আমি তো জোর করে ওকে অপেক্ষা করাইনি। ওর ইচ্ছা হয়েছে, তাই তিন ঘণ্টা ধরে আমার অফিসে বসেছিল। রণবীর আমার অফিসে আসেন, আমরা একে-অপরের সঙ্গ উপভোগ করেছি। ও নিঃসন্দেহে দারুণ একজন অভিনেতা।

অসম্ভব এনার্জি আছে তার মধ্যে। তবে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি কে শক্তিমানের চরিত্রে অভিনয় করবেন। প্রযোজকেরা অভিনেতাদের নির্বাচন করেন। সেটাই পদ্ধতি। একজন অভিনেতা কখনো প্রযোজককে বেছে নেন না। এখন আমার অফিসে যে কেউ এসে যদি বলেন, তিনি শক্তিমান হতে চান, আমি কখনোই অনুমতি দেব না।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন