English

18 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

তিন ‘খান’কে নিয়ে সিনেমা বানাতে চান কঙ্গনা

- Advertisements -

নাসিম রুমি: কঙ্গনা রানাউতের মনে যে কখন কী চলে, তা বোঝা মুশকিল! বলিউডে এক সময় স্বজনপোষণ বিরোধী আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন তিনি। সেই কঙ্গনাই এবার ইন্ডাস্ট্রির তিন ‘খান’কে নিয়ে ছবি তৈরির ইচ্ছা প্রকাশ করলেন।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে কঙ্গনার নতুন ছবি ‘ইমার্জেন্সি’র ঝলক। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে শাহরুখ খান, সালমান খান এবং আমির খানকে নিয়ে ছবি প্রযোজনা এবং পরিচালনা করার ইচ্ছা প্রকাশ করেছেন কঙ্গনা। এসময় অভিনেত্রী বলেন, ‘আমি তিন জনকে নিয়ে ছবি প্রযোজনা এবং পরিচালনা করতে চাই। তাদের তিন জনের প্রতিভাকে সুন্দরভাবে পর্দায় তুলে ধরতে চাই।’

তিন জনকে নিয়ে ছবির তৈরির নেপথ্যে তার ভাবনার কথাও স্পষ্ট করেছেন কঙ্গনা। তিনি বলেন, ‘তাদের বদৌলতে ইন্ডাস্ট্রিতে মুনাফা আসে। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত।’

একই সঙ্গে পরিচালনা প্রসঙ্গে কঙ্গনা তার আক্ষেপের কথাও জানান। বললেন, ‘আরও একজন রয়েছেন। ইরফান খানও আমার অত্যন্ত প্রিয়। তাকে পরিচালনা করতে না পারার জন্য আক্ষেপ রয়েছে।’

শাহরুখ এবং সালমান এখনও পর্যন্ত ‘করণ অর্জুন’ এবং ‘কুচ কুচ হোতা হ্যায়’ ছবিতে জুটি বেঁধেছেন। অন্যদিকে, ‘আন্দাজ আপনা আপনা’ ছবিতে সালমান এবং আমির জুটি বেঁধেছিলেন। একে অপরের ছবিতে ক্যামিও ভূমিকায় থাকলেও, এখনও পর্যন্ত তিন ‘খান’কে একসঙ্গে কোনও ছবিতে দেখা যায়নি।

প্রসঙ্গত, ‘ইমার্জেন্সি’ ছবিতে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাউত। চলতি বছরে লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মন্ডী থেকে জিতে সাংসদ হওয়ার পর এই প্রথম কঙ্গনার কোনও ছবি মুক্তি পাচ্ছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন