নাসিম রুমি: জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে ২০১৭ সালে। ২০১৯ সালের ডিসেম্বরে মিথিলা ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও একা ছিলেন তাহসান। চলতি বছরের শুরুতে মেকওভার শিল্পী রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান।
তাহসানের বিয়ের খবরটি টক অব দ্য কান্ট্রিতে রূপ নিয়েছিল। প্রাক্তন স্ত্রী মিথিলাকে নিয়েও সমালোচনা করেছেন নেটিজেনরা। তবে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি মিথিলা। এবার মুখ খুললেন এই অভিনেত্রী।
মিথিলা বলেন, “বিয়ে নিয়ে আমার কিছুই বলার নাই। এটা নিয়ে কথা বলতেও চাই না। এটা যার যার ব্যক্তিগত বিষয়, এটা আমারও কোনো ব্যক্তিগত বিষয় না যে আমি কথা বলব। যার জীবনের ঘটনা, এটা তার ব্যক্তিগত বিষয়। এখানে আমার কিছুই বলার থাকতে পারে না।”
এর আগে মিথিলা এক সাক্ষাৎকারে বলেছিলেন, “বিচ্ছেদ হয়ে গেলেও তাহসানের সঙ্গে তার বন্ধুত্ব রয়েছে। অভিনেত্রী মনে করেন, সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে। সন্তানের মানসিক স্বাস্থ্য সর্বাগ্রে।”
বাবা-মায়ের দ্বন্দ্বের কারণে ক্ষতিগ্রস্ত হয় সন্তান। তা জানিয়ে এ অভিনেত্রী বলেছিলেন, “আমি আয়রাকে দেখতে পেলাম না। আমি আর তাহসান লড়াই করলাম, এই ইগোর যুদ্ধে তো বাচ্চার ক্ষতি হবে। তাই তাহসানের সঙ্গে এখনো আমার বন্ধুত্ব রয়েছে। আমাদের প্রায়ই কথা হয় মেয়েকে নিয়ে।”
২০০৬ সালের ৭ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান-মিথিলা। ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামে কন্যাসন্তান। ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান-মিথিলা।