একের পর এক সুখবর দিয়েই চলছেন জনপ্রিয় অভিনেতা-গায়ক তাহসান খান। ২০১৯ সাল থেকে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন তিনি।
এই সুখবরের পরেই জানা গেছে, মিউজিক্যাল প্ল্যাটফর্ম ‘ফেশ সাউন্ড’র আয়োজনে দেশব্যাপী কনসার্ট ট্যুর শুরু করতে যাচ্ছেন তাহসান। যার শুরুটা হবে বন্দর নগরী চট্টগ্রাম থেকে। শনিবার (১১ ফেব্রুয়ারি) ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘চট্টগ্রাম থেকে তাহসানের সাথে’ কনসার্ট। এই আয়োজনে তাহসান পূর্ণ করবেন সংগীতজীবনের দুই দশক।
খবরগুলোতে উচ্ছ্বাসিত তাহসানের ভক্তরা। এখানেই থেমে নেই সুখবরের তালিকা। ভক্তদের জন্য এই তালিকা আরো একটু দীর্ঘ করেছেন তিনি। সেটি হচ্ছে- ভালোবাসা দিবসের আগে নতুন গান নিয়ে হাজির হয়েছেন ‘আলো’খ্যাত গায়ক।
গানের শিরোনাম ‘হারাই বহুদূর’। ডুয়েট এই গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সুস্মিতা আনিস। বছর তিনেক আগে ভালোবাসা দিবস উপলক্ষে প্রথমবার ‘স্মৃতির ফানুস’ শিরোনামের গান উপহার দিয়েছিলেন তারা। সেই গানটি শ্রোতাদের মাঝে সাড়া ফেলেছিল। এরপরেও বেশ কয়েকটি গান করেছেন।
এ বিষয়ে তাহসান বলেন, সুস্মিতা আনিসের সঙ্গে বেশ কয়েকটা গান করা হলো। সত্যি, কাজ করতে গিয়ে তার সহযোগিতা এনজয় করি। আশা করবো, শ্রোতারাও গানটি উপভোগ করবেন।
তাহসান জানান, নতুন গানটির কথা লেখার পাশাপাশি টিউন ও কম্পোজিশন করেছেন সময়ের জনপ্রিয় গান ‘ঝুম’র গায়ক মিনার রহমান। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।
এ প্রসঙ্গে তাহসান বলেন, মিনারের জন্য আগে অনেক গান বানিয়েছি। তার প্রথম অ্যালবাম ‘ডানপিটে’র সঙ্গীতায়োজন আমার করা ছিল। কিন্তু প্রথমবার মিনারের লেখা ও সুরে গাইলাম। তার এই অর্জনে আমি খুবই গর্বিত। সাজিদ দারুণ মিউজিক আয়োজন করেছে। গানের ভিডিওটির জন্যও বেশ প্রশংসা পাচ্ছি।
‘হারাই বহুদূর’র গানের ভিডিওর গল্প ভাবনা ও পরিচালনা করেছেন এজিএ নাহিয়ান আহমেদ। এটি নির্মিত হয়েছে ফ্লাইবোর্ড স্টুডিও প্রডাকশনের ব্যানারে। বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) গানের ভিডিও প্রকাশ হয়েছে ‘সুস্মিতা আনিস’ নামের ইউটিউব চ্যানেলে।
এর আগে ২০২২ সালের নভেম্বরে ‘সেই তুমি কে’ গান নিয়ে হাজির হয়েছিলেন তাহসান। গানটির কথা লিখেছেন তিনি নিজেই। পাশাপাশি সাজিদ সরকারের সঙ্গে যৌথভাবে সুর করেছিলেন এই গায়ক।