English

15 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

তাদের ‘মেঘলা আকাশ’

- Advertisements -

আকাশ তার ভাবির (রিমি) সঙ্গে ভাবির বান্ধবী মেঘলার বিয়েতে যায়। কিন্তু যৌতুকের কারণে মেঘলার বিয়ে ভেঙে যায়, আর রিমি তৎক্ষণাৎ আকাশের সঙ্গে মেঘলার বিয়ে দিয়ে মেঘলাকে ঘরে নিয়ে আসে। মেঘলাকে আকাশের পরিবারের সবাই মেনে নিলেও আকাশ মানতে পারে না।

আকাশের দাবি, ভাবির সম্মান রক্ষা করতে গিয়ে মেঘলাকে বিয়ে করেছে। পরিবারের সবাই অনেক বোঝানোর পরও আকাশ বুঝতে চায় না, আকাশ সিদ্ধান্ত নেয় সে আবার অস্ট্রেলিয়ায় চলে যাবে। এদিকে আকাশ আর মেঘলাকে একই রুমে রাখা হয়। তারা সিদ্ধান্ত নেয় দুজন আলাদা আলাদাভাবে একই রুমে থাকবে। এমন পরিস্থিতিতে মেঘলা আবার মানসিকভাবে ভেঙে পড়ে।

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘মেঘলা আকাশ’। এটি রচনা ও পরিচালনা করেছেন নাট্যনির্মাতা জিকু চৌধুরী। এতে আকাশ চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন—নিশাত প্রিয়ম, হান্নান শেলী, রেশমি, কেয়া মনি, রিপন গাজী ও নুসরাত লাবণ্য।

ইকন বাবু প্রযোজিত নাটকটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে। খুব শিগগির একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে নাটকটি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন