English

26 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫
- Advertisement -

ঢাকা চলচ্চিত্র উৎসবে কুসুমের ‘শরতের জবা’

- Advertisements -

নাসিম রুমি: শুরু হয়েছে ৯ দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে এবারের স্লোগান ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’। ইতিমধ্যে জমে উঠেছে উৎসব। যেখানে এশিয়ান ফিল্ম কম্পিটিশন, রেট্রোস্পেকটিভ, ট্রিবিউট, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ডসহ মোট ১০টি বিভাগে ৭৫টি দেশের মোট ২২০টি সিনেমা দেখানো হচ্ছে।

তবে দেশের দর্শকদের কাছে সবচেয়ে প্রতীক্ষিত বিভাগ ‘বাংলাদেশ প্যানোরমা’। এ বছর এই বিভাগে মোট ১০টি সিনেমা নির্বাচিত হয়েছে। এ শাখায় দেখা যাবে বাংলাদেশের বেশ কিছু আলোচিত ও নতুন ছবি। এর মধ্যে আজ উৎসবের চতুর্থ দিন দেখানো হবে কুসুম সিকদার পরিচালিত গেল বছরের সিনেমা ‘শরতের জবা’। বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় শুরু হবে সিনেমাটির প্রদর্শনী। উৎসবে ছবির নির্মাতাসহ কলাকুশলীদের উপস্থিত থাকার কথাও জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ।

প্রদর্শনীটি দর্শক বিনামূল্যে উপভোগ করতে পারবেন। একই উৎসবে ‘শরতের জবা’র রয়েছে আরও একটি প্রদর্শনী। উৎসব কর্তৃপক্ষ বলেন, ১৭ই জানুয়ারি বিকাল সাড়ে ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ন্যাশনাল আর্ট গ্যালারি মিলনায়তনে দর্শক ছবিটি দেখতে পারবেন। নিজের লেখা বই ‘অজাগতিক ছায়া’ থেকে ‘শরতের জবা’ গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে এনেছেন কুসুম। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও পহরডাঙ্গা পিকচার্স।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন