শনিবার সন্ধ্যায় ঢাকায় এসেছেন বলিউডের অন্যতম সুন্দরী নায়িকা শিল্পা শেঠি। এদিন রাতে তিনি প্রধান অতিথি হিসেবে হাজির হন ‘বায়োজিন কসমেসিউটিক্যালস বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’ অনুষ্ঠানে। হোটেল শেরাটনে আয়োজিত ওই অনুষ্ঠানে বাংলা ভাষায় কথা বলে উপস্থিত অতিথিদের চমকে দেন বলিউড অভিনেত্রী।
এদিন রাতে মঞ্চে উঠে শিল্পা শেঠি উপস্থিত সবাইকে বাংলায় জিজ্ঞাসা করেন, ‘কেমন আছেন সবাই?’ সঙ্গে সঙ্গে ইংরেজিতে বলেন, ‘এটুকুই শুধু বাংলা বলতে পারি।’ বলিউড নায়িকার মুখে তিন শব্দের ওই এক লাইন বাংলা শুনেই তাজ্জব বনে যান সবাই। শিল্পার প্রশ্নের জবাব দিয়ে করতালি দিয়ে তাকে অভিবাদনও জানান অতিথিরা।
মিরর ম্যাগাজিনের আয়োজনে অনুষ্ঠিত ‘বায়োজিন কসমেসিউটিক্যালস বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’ অনুষ্ঠানে অন্তত ৩০ জন ব্যবসায়ী নেতার হাতে পুরস্কার তুলে দেন শিল্পা শেঠি।
এসময় অভিনেত্রী তার বক্তব্যে বলেন, ‘পুরস্কার পেতে সবারই ভালো লাগে। তবে অংশগ্রহণ করাটাও পুরস্কারের চেয়ে কম কিছু নয়। সফলতার চেয়ে আত্মতৃপ্তি গুরুত্বপূর্ণ। ঢাকায় এটা আমার দ্বিতীয়বারের মতো আসা। ৫ বছর আগে একবার এসেছিলাম। আপনারা আমাকে বেশিদিন ভুলে থাকতে দেন না। আমাকে যদি আবার ডাকেন আমি আসব।’
‘বায়োজিন কসমেসিউটিক্যালস বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’ অনুষ্ঠানের প্রধান আয়োজক শাহজাহান ভূঁইয়া রাজু গণমাধ্যমকে জানান, শুধু পুরস্কার তুলে দেওয়া নয়, অনুষ্ঠানে শিল্পা শেঠি তার অভিনীত সিনেমার গানের সঙ্গে কোমর দুলিয়েও উপস্থিত অতিথিদের মাতিয়ে তোলেন।
শিল্পা শেঠির পাশাপাশি শনিবার রাতের ওই অনুষ্ঠানে পারফরর্ম করেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান রহমান খান, চিত্রনায়িকা শবনম বুবলী, পূজা চেরি, অপু বিশ্বাস, বিদ্যা সিনহা মিম, মেহজাবিন চৌধুরী, তানজিন তিশা ও চিত্রনায়ক নিরবসহ একঝাঁক তারকা। তবে সেখানে প্রধান আকর্ষন ছিলেন শিল্পী শেঠি।
এবার ঢাকায় আসার কথা গত ১৮ মে এক ভিডিও বার্তায় জানিয়েছিলেন বলিউডের জনপ্রিয় এই নায়িকা। এর আগে ২০১৬ সালে ‘প্যাসন ফর ফ্যাসন’ নামে একটি ফ্যাশন শো’তে অংশ নেওয়ার জন্য ঢাকায় এসেছিলেন শিল্পা শেঠি। সেটি ছিল ভারতীয় অভিনেত্রীর প্রথম বাংলাদেশ সফর।