লকডাউনের বিধিনিষেধ উঠে যেতেই চিরচেনা রূপে ঢাকা। ঢাকাবাসীর নিত্যসঙ্গী যানজটের ভোগান্তি দিন দিন যেনো বেড়েই চলেছে। রাজধানীতে যানজটের কারণে প্রতিদিন মানুষের জীবন থেকে নষ্ট হচ্ছে কোটি কোটি কর্মঘণ্টা। ২০১৯ সালে বিশ্বের শীর্ষ যানজটপূর্ণ শহরের উপাধি পেয়েছিল রাজধানী ঢাকা। বহুজাতিক গবেষণা প্রতিষ্ঠান নামবিওর প্রকাশিত ‘ট্রাফিক ইনডেক্স ২০১৯’-এ শীর্ষস্থান দখল করেছিল ঢাকা। ২০১৮ ও ২০১৭ সালে সূচকটিতে দ্বিতীয় অবস্থানে ছিল ঢাকা।
রাজধানীর সাধারণ মানুষ নিত্যদিনই যানজট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের কষ্ট এবং ক্ষোভ প্রকাশ করেন। এক্ষেত্রে বাদ যান না তারকারাও।
জনপ্রিয় অভিনেত্রী-নির্মাতা অরুণা বিশ্বাস যেমন ফেসবুকে তার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেনঃ
“জ্যাম এ বসে জীবনের অর্ধেক শেষ হচ্ছে।
এতো দুর্বিসহ যন্ত্রনা
আমরা কি আসলেই মানুষ কিনা ??
এতো ধৈর্য্য আমাদের ??”
অনেক ফেসবুক ব্যবহারকারী অরুণা বিশ্বাসের সাথে সহমত পোষণ করে তাতে ‘কমেন্ট’ করেছেন।
জনপ্রিয় অভিনয়শিল্পী-মডেল এবং উপস্থাপক সুমনা সোমা লিখেছেনঃ “সত্যি ই বলেছো গতকাল ধানমন্ডি থেকে এয়ারপোর্ট ৪ ঘন্টা লেগেছে যেতে ”
জবাবে অরুণা বিশ্বাস ‘রিপ্লাই’ করেছেনঃ “কাল সারাদিন রাস্তায় আমি”
সুমনা সোমা এর জবাবে লিখেছেনঃ “এই যন্ত্রনা থেকে মুক্তির কি কোন উপায় নেই”
মডেল-অভিনেত্রী ও নৃত্যশিল্পী নুসরাত জান্নাত রুহির কমেন্টঃ “আমাদের সময়ের কোন দাম নেই.. লাস্ট ওয়ান আওয়ার (এক ঘন্টা) ধরে একই জায়গায় বসে আছি..।