English

31 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫
- Advertisement -

ঢাকার ভক্তদের মুগ্ধতায় ভাসালেন নোরা

- Advertisements -

বলিউডের তুমুল জনপ্রিয় আইটেম কন্যা নোরা ফাতেহি মুগ্ধ করলেন ঢাকার ভক্তদের। হেমন্তের হিম হিম পরিবেশেও নোরার উপস্থিতিতে ভক্তদের মনে অন্যরকম উষ্ণতা ছড়িয়ে দেয়।

ঢাকার ভক্তরা নোরাকে কাছ দেখে তাদের বহুদিনের স্বপ্ন পূরণ করেছেন বলে উপস্থিত মানুষের উচ্ছাস দেখে বোঝা গেছে।

‘দিলবার’ গানের নৃত্যে তালে তালে নোরার মঞ্চে আরহণ দেখে শুধু দর্শকরাই উন্মতামাল হননি, নোরাও ভক্তদের আবেগ উচ্ছ্বাস দেখে অভিভূত হন। নোরাও যেন ঢাকার ভক্তদের প্রেমে মুহূর্তেই ডুবে যান। তাই তো তিনি উপস্থিত ভক্ত-দর্শকদের উদ্দেশ্য করে বলেছেন, ‘আমাকে আমন্ত্রণ জানানো জন্য ধন্যবাদ। এরকম আয়োজনে আমি বারবার বাংলাদেশে আসতে চাই।’

মঞ্চে উঠে নোরা ফাতেহি হাত নেড়ে ঢাকার অনুগারীদের মাঝে অপার ভালোবাসা ছড়িয়ে দেন। মঞ্চে নোরার বক্তব্য শুনে মনে হয়েছে তিনি বাংলাদেশে এসে ধন্য হয়েছেন। এদশের মানুষের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন।

উল্লেখ্য, নোরা ফাতেহি আজ (১৮ নভেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার নিজস্ব নৃত্যশিল্পীদের বহর নিয়ে ঢাকায় এসেছে। রাত ৯টা ৩৫ মিনিটে মঞ্চে আসেন। রাজধানীর বসুন্ধরা কনভেনশলে লিডারশিপ কর্পোরেশন আয়োজিত ‘গ্লোবাল এচিভার অ্যাওয়ার্ড-২০২২’-এ অংশ নেন। আগামীকাল তিনি ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন