নাসিম রুমি: আশির দশকে বাংলা সিনেমায় রোমান্টিকতায় ছেঁয়ে যায় রুপালি জগৎ। ঠিক সেই সময়ে চলচ্চিত্রে আগমন ঘটে ওস্তাদ জাহাঙ্গীর আলমের। মার্শাল আর্টকে জনপ্রিয় করতে ফাইট ডিরেক্টর হিসেবে আগমন ঘটে তার।
পরবর্তীতে চিত্রনায়ক সোহেল রানার অনুরোধে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি। এবার এ অভিনেতা ‘ডিজিটাল প্রেম’ শিরোনামে নতুন একটি সিনেমা নিয়ে দীর্ঘ বিরতি শেষে আবারও শোবিজে পথচলা শুরু করতে চলেছেন।
বাংলাদেশে মার্শাল আর্ট দিয়ে জনপ্রিয়তা পাওয়া অভিনেতা বলেন চলচ্চিত্রের ব্যবসা খুব একটা ভালো নেই। তারপরও যেহেতু চলচ্চিত্র থেকে অনেক কিছু পেয়েছি, তাই নতুন সিনেমা নিয়ে ঢালিউডে ফিরতে যাচ্ছি।
অভিনেতা জানান, সিনেমার গল্প ও চিত্রনাট্য লেখা শেষ করেছি। এই সিনেমায় আমিও অভিনয় করব। তাছাড়া দুজন নতুন নায়ক-নায়িকা থাকবে। সিনেমাটি মার্শাল আর্ট নির্ভর হবে।
ক্যারাটে মাস্টার, লড়াকু,পেশাদার খুনী, কুংফু কন্যা, কুংফু নায়ক এসব ছবি করে তুমুল জনপ্রিয়তাও পেয়েছিলেন জাহাঙ্গ গতকাল ওস্তাদ জাহাঙ্গীরের সাথে নিরাপদ নিউজের এ প্রতিবেদকের সাথে মুঠোফোনে কথা হয়। তিনি জানান চলতি বছরেই ‘ডিজিটাল প্রেম’ ছবির কাজ শুরু করবেন।
বর্তমানে এই অভিনেতা কক্সবাজার কলাতলীতে একটি রিসোর্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে নিয়মিত ঢাকায় তার যাতায়াত রযেছে।