English

29 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

ডিক্যাপ্রিওকে ভুলে কার সঙ্গে ঘুরছেন গিগি হাদিদ

- Advertisements -

চলতি বছরের শুরুতে শোনা গিয়েছিল হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওর প্রেমে পরেছেন আমেরিকান সুপার মডেল গিগি হাদিদ। এই দুই তারকাকে বিভিন্ন সময় একসঙ্গেও দেখাও গিয়েছিল। এই সুপার মডেলের মায়ের সঙ্গেও দেখা করেছিল লিওনার্দো। সম্পর্ক নিয়ে তখন তারা নিজেরাও কিছু বলেননি।

তাদের সেই সম্পর্ক টেকেনি। এবার আরেকজনের সঙ্গে ডেট করতে দেখা গেল গিগি হাদিদকে। ডেইলি মেইলের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি অভিনেতা-নির্মাতা ব্র্যাডলি কুপারের সঙ্গে নিউ ইয়র্ক শহরের এক রেস্তোরাঁয় ডিনার ডেটে গিয়েছিলেন গিগি। সে সময় পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দী হন তারা। সেই ছবি এখন ভাইরাল। তাদেরকে একসঙ্গে ডিনার ডেটে দেখে অবাক হয়েছেন অনেকেই।

ভাইরাল সেই ছবিতে দেখা গেছে, গিগি পরেছিলেন সাদা রঙের ক্রপড টপ। সাথে ওভারসাইজড কালো লেদার জ্যাকেট এবং মিনি স্কার্ট। ব্র্যাডলি কুপার পরেছিলেন নীল রঙের টিশার্ট। তার উপরে সাদাকালো চেক শার্ট। সাথে জিন্স। মাথায় ক্যাপও ছিল।

প্রসঙ্গত, ২০২২ সালে ব্রিটিশ গায়ক জায়ান মালিক ও আমেরিকান মডেল গিগি হাদিদের সম্পর্কের বিচ্ছেদ হয়। এই জুটির ছোট একটি কন্যা সন্তানও আছে। অন্যদিকে একাধিক প্রেমে জড়িয়েছেন ব্র্যাডলিও। ২০০৭ সালে স্ত্রী জেনিফার এসপোসিতোর সঙ্গে বিচ্ছেদের পর এই মার্কিন অভনেতা সম্পর্কে জড়িয়ে ছিলেন ব্রিটিশ অভিনেত্রী-গায়িকা সুকি ওয়াটারহাউজের। এই প্রেম স্থায়ী হয়েছিল মাত্র দুই বছর। তারপর ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত রুশ মডেল ইরিনা শাইকের সঙ্গে ডেট করেছেন ব্র্যাডলি। তাদের এক কন্যাসন্তান রয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন