ওপার বাংলার সিনেমায় এই প্রথম অভিনয় করলেন দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। টলিউডে ব্রাত্য বসুর নতুন সিনেমা ‘ডিকশনারি’তে এক দারুণ চরিত্রে অভিনয় করছেন তিনি। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেইলার। এই ট্রেইলারেই চমক দেখিয়েছেন মোশাররফ করিম।
‘ডিকশনারি’র ট্রেইলারে আবীর চট্টোপাধ্যায়-নুসরাত জাহান থাকলেও এটির অনেকাংশ জুড়ে ছিলেন বাংলাদেশের অভিনেতা মোশাররফ করিম। অবশ্য আবীর-নুসরাতের বিষম রসায়নও ফুটে উঠেছে ডিকশনারির ট্রেইলারে। তারা অভিনায় করছে অশোক এবং স্মিতা চরিত্রে।
অশোক সান্যাল এবং স্মিতার সংসারে সুমনের প্রবেশ এবং তার সঙ্গে বৌদির পরকীয়া সম্পর্কের বিভিন্ন টানাপোড়েন এবং জটিলতাকে তুলে ধরা হয়েছে এই ট্রেলারে। বুদ্ধদেব গুহর ছোটগল্প অবলম্বনে ‘ডিকশনারি’ তৈরি করেছেন ব্রাত্য বসু। নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসুর সেই সিনেমার ট্রেলার যে টানটান উত্তেজনার মোড়কে তুলে ধরা হয়েছে, তা বেশ স্পষ্ট।