নাসিম রুমি: বিয়ের পর থেকেই বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির বৃহস্পতি তুঙ্গে! একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে বলিউডের ডাকসাইটে পরিচালক, প্রযোজকদের প্রিয় পাত্রী হয়ে উঠেছেন তিনি।
এ কারণে ফারহান আখতারের ‘ডন ৩’তে প্রধান অভিনেত্রীর চরিত্রে অভিনয়ের প্রস্তাব গিয়েছিল কিয়ারার কাছে।
তবে অভিনেত্রী সম্প্রতি মা হওয়ার ঘোষণা করেছেন। এবার শোনা গেল, অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই নাকি সিনেমাটির প্রস্তাব নাকচ করে দিয়েছেন তিনি।
বলিউডের নামকরা সব নায়িকাদের টেক্কা দিয়ে ‘ডন ৩’ সিনেমাতে রণবীর সিংয়ের বিপরীতে নায়িকার চরিত্র ছিনিয়ে নিয়েছিলেন কিয়ারা। অভিনেত্রীর ভক্তরাও মুখিয়ে ছিলেন তাকে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে দেখার জন্য।
বলিউড সূত্রের খবর, কিয়ারা বর্তমানে ‘টক্সিক’ এবং ‘ওয়ার ২’ সিনেমার শুটিং শেষ করতে ব্যস্ত। এরপরই মাতৃত্বকালীন বিরতি নিতে চাইছেন অভিনেত্রী।
কারণ প্রেগন্যান্সি পর্বটা তিনি পরিবারের সঙ্গেই কাটাতে চান। আর অভিনেত্রীর সিদ্ধান্তকে সসম্মানে মেনে নিয়েছেন নির্মাতারা।
এদিকে ইতোমধ্যেই ‘ডন ৩’র জন্য নতুন নায়িকা খোঁজা শুরু হয়েছে। অন্যদিকে, ২০২৬ সালে ‘ধুম ৪’র শুটিং শুরু করবেন কিয়ারা। এর মাঝেই তার সন্তান আসতে চলেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক ফারহান আখতার জানিয়েছিলেন, চলতি বছরের জুন মাসে রণবীর সিংকে নিয়ে ‘ডন ৩’র কাজ শুরু করবেন। খলনায়কের ভূমিকায় থাকছেন বিক্রান্ত মাসে। এবার শোনা যাচ্ছে, অন্তঃসত্ত্বা হওয়ায় কিয়ারা এই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন। তাই এবার কোন নায়িকাকে দেখা যাবে এই চরিত্রে? সবার নজর থাকবে সেদিকে।