তবে মজার ঘটনা হলো, রিমঝিমের কাছে একবার এসেছিল বিয়ের প্রস্তাব। এবং সেই প্রস্তাবে এসেছিল ডাকাতের থেকে! সম্প্রতি শাশ্বত চট্টোপাধ্যায়ের সঞ্চালিত একটি টক শোতে এসেছিলেন তিনি। সেই টক শোতে অভিনেত্রী জানিয়েছেন, ডাকাতের থেকে বিয়ের প্রস্তাব পেয়েছিলেন।
রিমঝিম আরো বলেন, “এ সময় মম মাসির স্বামী আমাদের দু’জনকে বাথরুমেই ঢুকে যেতে বলেন। বাইরে থেকে শুনতে পাই ছেলেগুলো এসে বলছে, নাচের মেয়েগুলো কোথায়। ওদের ডাকো। ওদের বিয়ে করব, সংবার করব।”
এদিকে অভিনয় দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ারে রিমঝিম মিত্র যেন একই রকম রয়ে গিয়েছেন। ‘স্লিম অ্যান্ড ট্রিম’, তাকে দেখে বিন্দুমাত্র মনে হয় না যে বয়স বেড়েছে। এখনো পর্দায় সাবলীল তিনি। খল চরিত্রে বাংলা টিভি নাটকের অন্যতম জনপ্রিয় একজন হিসেবে দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন রিমঝিম মিত্র। সিনেমায়ও দেখা মেলে অভিনেত্রীর।