‘আরিয়া’ এবং ‘আরিয়া ২’-এর সাফল্যের পর আবারো ওটিটিতে সুস্মিতা সেন। তবে এবার ভিন্ন চমকে ধরা দিবেন সাবেক বিশ্বসুন্দরী।
‘তালি’তে মুম্বাইয়ের ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট শ্রীগৌরি সাওয়ান্তের ভূমিকায় অভিনয় করবেন সুস্মিতা। ফার্স্ট লুক শেয়ার করে তিনি লেখেন, ‘এত সুন্দর একজন ব্যক্তির চরিত্রকে চিত্রিত করা এবং তার গল্প বিশ্বের সামনে নিয়ে আসার সুযোগের চেয়ে আর কিছুই আমাকে গর্বিত ও কৃতজ্ঞ করে তোলে না।
এখানে জীবনের জন্য এবং মর্যাদার সঙ্গে বাঁচার অধিকার সবারই আছে! আমি তোমাদের ভালোবাসি। ’
এদিকে শিগগিরই ‘আরিয়া’র তৃতীয় সিজনে দেখা যাবে সুস্মিতাকে। যদিও সিরিজটি মুক্তির তারিখ এখনও প্রকাশ করেননি নির্মাতারা।