বেশ কিছু টিভি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন ফারজানা মেহমুদ উপমা। আমেরিকা এবং সিঙ্গাপুরে গিয়েও সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি। কাজ করেছেন বেশ কিছু মিউজিক ভিডিওতে। তার মডেলিং করা গানের মধ্যে ইলিয়াস হোসেনের ‘না বলা কথা’, তৌসিফের ‘আমারে ছাড়িয়া বন্ধু’ বেশ জনপ্রিয়।
এবার নতুন একটি ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটি প্লাটফর্মে দেখা যাবে উপমাকে। তিনি বলেন, ‘লেখাপড়ার কারণে তিন বছর সকল ধরনের কাজ থেকে বিরতি নিয়েছিলাম। এবার ওয়েব সিরিজ দিয়েই আবার কাজে নিয়মিত হচ্ছি। এর মধ্যে দুটি টিভিসির কাজও করেছি।’
অভিনয়ের পাশাপাশি উপমা একজন সফল উদ্যোক্তা। খুলনায় তার কৃষি ও মাছের খামার আছে। এছাড়া ব্লাড ডোনেশনসহ বিভিন্ন সমাজ সেবামূলক কাজে নিয়মিত নিজেকে সম্পৃক্ত রাখতে পছন্দ করেন তিনি।
নতুন প্রজন্মের এই অভিনেত্রীর ভাষ্য, ‘আমি চাই আমার অভিনয় দিয়ে প্রতিটি মানুষের হৃদয়ে বাস করতে।’