English

25 C
Dhaka
রবিবার, নভেম্বর ১৭, ২০২৪
- Advertisement -

টাঙ্গাইলের শাড়ি ভারতের দাবি করায় বিস্মিত শবনম ফারিয়া

- Advertisements -

কিছুদিন আগেই ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় দাবি করেছে, টাঙ্গাইল শাড়ির উৎপত্তি বাংলাদেশে নয়, ভারতের পশ্চিমবঙ্গে। সম্প্রতি জিওগ্র্যাফিক্যাল ইন্ডিকেশন তথা জিআই পণ্য হিসেবে টাঙ্গাইল শাড়িকে স্বীকৃতিও দেয় দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়।

মঙ্গলবার দুপুর দেড়টায় ফেসবুক ভেরিফায়েড পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেন এ অভিনেত্রী। এতে ক্যাপশনে তিনি লেখেন, আমাদের টাঙ্গাইলের শাড়ি। টাঙ্গাইলের শাড়ি বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের অহংকার।

এরপরই তিনি লিখেছেন, টাঙ্গাইল শাড়ি বাংলাদেশের ইতিহাসের একটা অংশ। আর সেই শাড়ির উৎপত্তি অন্য কোথাও দাবি করায় আমরা যারপরনাই বিস্মিত!

এদিকে গত ৩ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়িকে ভারতের দাবি করার প্রতিবাদে এবং বাংলাদেশের পণ্য হিসেবে জিআই স্বীকৃতির দাবিতে টাঙ্গাইল পৌর শহরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নাগরিক সমাজ।

এছাড়া বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জানিয়েছেন, টাঙ্গাইল শাড়ির প্যাটেন্ট (ভৌগলিক নির্দেশক) পাওয়ার জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন