English

26 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫
- Advertisement -

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মুজিব’

- Advertisements -

নাসিম রুমি: টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো প্রদর্শিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে তৈরি ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রদর্শনী। আজ (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় সিনেমাটির প্রথম শো প্রদর্শিত হবে। বলে জানিয়েছে কানাডা বাংলাদেশ হাইকমিশন।

তারা জানায়, আজ বেল লাইট বক্স সিনেমা ৭-এ ‘মুজিব’ প্রথমবারের মতো প্রদর্শিত হবে। সেখানে সিনেমার টিম ছাড়াও উপস্থিত থাকবেন বাংলাদেশের অনেকে। এছাড়াও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন ও যুগ্ম সচিব মো. কাউসার আহাম্মদের উৎসবে উপস্থিত থাকার কথা রয়েছে।

মুজিব সিনেমার পক্ষ থেকে টরন্টো উৎসবে থাকবেন এ সিনেমার তিন অভিনয়শিল্পী আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা ও নুসরাত ফারিয়া।

কিছুদিন আগেই সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘মুজিব’ সিনেমাটি। শ্যাম বেনেগাল পরিচালিত এ সিনেমাটি শিগগিরই বিশ্বজুড়ে মুক্তি পাবে। সিনেমাটিতে আরিফিন শুভ অভিনয় করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিণত বয়সের চরিত্রে, শেখ ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন তিশা আর নুসরাত ফারিয়াকে দেখা যাবে শেখ হাসিনার চরিত্রে।

গত বছর কান চলচ্চিত্র উৎসবে প্রকাশ পেয়েছিল ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটির ট্রেলার। চলচ্চিত্র উৎসবের ভারতীয় প্যাভিলিয়নে এ ট্রেলার প্রকাশনা অনুষ্ঠিত হয়েছিল। সিনেমাটির পরিচালক শ্যাম বেনেগালসহ এর প্রধান অভিনয়শিল্পীরা এ সময় উপস্থিত ছিলেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন