এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিনেত্রী।
অন্যদিকে, এ বিষয়ে রাখি সওয়ান্তের আইনজীবী জানিয়েছেন, অভিনেত্রী খুবই অসুস্থ।
তিনি তদন্তে সহযোগিতা করতে পারতেন। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন ছিল না। মিডিয়া রিপোর্ট অনুসারে, রাখি সাওয়ান্ত নিম্ন আদালতে জানিয়েছেন যে ভিডিওটি প্রায় পাঁচ বছরের পুরানো এবং খুব অস্পষ্ট ছিল। যার মান খুব খারাপ ছিল। ভিডিওতে স্পষ্টভাবে কিছুই দেখা যায়নি।
বলিউডের আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত বরাবরই খবরের শিরোনামে থাকেন বিভিন্ন কারণে। তাঁর জীবনের বিভিন্ন মুহূর্ত প্রকাশ্যেও এসেছে। আদিলের সঙ্গে বিয়ে পর একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন নিজের স্বামীর বিরুদ্ধে। ধর্মান্তরিত হয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন।
আদিলকে জেলও খাটিয়েছেন অভিনেত্রী। তবে এবার আদিলের পাল্টা আক্রমনে বেশ বিপাকেই পড়েছেন অভিনেত্রী। এমনকী অভিযোগ প্রমাণিত হলে গ্রেপ্তারও হতে পারেন রাখি সাওয়ান্ত।