English

19 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪
- Advertisement -

জুটি বেঁধে বিজ্ঞাপনে ফারুক-আফজাল শরীফ

- Advertisements -

জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ ও আফজাল শরিফকে নিয়ে বেশকিছু সরকারি প্রকল্পের বিজ্ঞাপন নির্মাণ করলেন নির্মাতা কাজী আওসাফ রেজা।

সিনেমোশন ব্রডকাস্টিং ম্যানেজমেন্টের ব্যানারে বিজ্ঞাপনগুলো নির্মাণ করা হয়েছে। সম্প্রতি ঢাকার কেরানীগঞ্জের বিভিন্ন লোকেশনে সরকারি প্রকল্পের এসব বিজ্ঞাপনের শুটিং সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপনগুলোতে আফজাল শরিফ এবং ফারুক আহমেদ ছাড়াও দেখা যাবে রাবেল আহমেদ, ফাহমিদা রহমান তৃষা, আশিক আলম, শামীম রেজা, রথি জেসমিন ও জসিম উদ্দিনকে।

নির্মাতা কাজী আওসাফ রেজা বলেন, দু’জন গুণী অভিনেতাকে প্রথমবারের মতো একই প্রকল্পে কাজ করানোর অভিজ্ঞতা বেশ চমৎকার। আফজাল শরীফ ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ। তবে ফারুক ভাইকে নিয়ে এর আগেও কাজ করেছি।

আফজাল শরীফ বলেন, এটি একটি জনমুখী ও তথ্যমূলক কাজ। রেজার নির্দেশনায় এটি আমার প্রথম কাজ। কাজের অভিজ্ঞতা বেশ ভালো। আশা করি কাজটি দর্শক ভালভাবে গ্রহণ করবেন।

ফারুক আহমেদ বলেন, বেকার সমস্যা দূর করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়েছে বিজ্ঞাপনগুলোতে। বিজ্ঞাপনগুলো দেখে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে উদ্বুদ্ধ হবেন অনেকেই।

নির্মাতা জানান, বিজ্ঞাপনগুলো খুব শিগগিরই সরকারি-বেসরকারি বিভিন্ন টেলিভিশনে দর্শকরা দেখতে পারবেন বলে আশা করছি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন