English

24 C
Dhaka
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
- Advertisement -

জিতের সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন স্বস্তিকা

- Advertisements -

নাসিম রুমি: প্রেমে বিচ্ছেদের পর কাঁদা ছোড়াছুড়ি কিংবা একে অপরকে নিয়ে জনসমক্ষে কথা বলা— কোনোটিই করেননি টালিউড নায়ক জিৎ ও নায়িকা স্বস্তিকা মুখোপাধ্যায়। তবে দীর্ঘদিন পর গত বছর জিতের জন্মদিনে উইশ করতে গিয়ে সবার সামনে নায়কের প্রতি ভালোবাসার কথা স্বীকার করেন নায়িকা।

আর স্বীকার না করে উপায় বা কী— ২০০৪ থেকে ২০০৮ সাল। টানা চার বছর একের পর এক হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন এ জুটি। দীর্ঘদিন কাজ করার সুবাধ জিতের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন স্বস্তিকা। তবে সেই সম্পর্কে পরে ইতি টানেন দুজনেই। পথ আলাদা হয়ে যায় টালিউডের জনপ্রিয় এ দুই তারকার।

একটি সূত্র জানায়, নায়িকা স্বস্তিকার সংসার ভাঙার পর ‘মাস্তান’ সিনেমাতে কাজ করেছিলেন জিতের বিপরীতে। সেখানেই তাদের বন্ধুত্ব হয়, যা পরে প্রেমে রূপ ধারণ করে। পার্টি থেকে সিনেমার প্রচার— সব জায়গাতেই একসঙ্গে যেতেন এ তারকা জুটি। নায়িকার পরিবারের সঙ্গেও তার দারুণ সম্পর্ক ছিল।

কিন্তু যখন তারা আলাদা হয়ে যান, স্বস্তিকার পরিবারের লোকজন নাকি খুব একটা সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, জিতের সঙ্গে বিচ্ছেদের পর তার বোন অজপা প্রচুর কান্নাকাটি করেছিল। শুধু তাই নয়, সম্পর্ক ভাঙার জন্য বোনকেই কাঠগড়ায় তুলেছিল।

জিতের সঙ্গে মেয়ের সম্পর্ক নিয়েও কথা বলেন নায়িকা। স্বস্তিকা বলেন, মেয়ের সঙ্গে জিতের বন্ডিং ভালো ছিল। তারপর মেয়ে যত বড় হয়েছে, জিতের সঙ্গে সম্পর্ক ভাঙা নিয়ে মাকেই কথা শুনিয়েছে।

নায়িকা বলেন, এখনো যে সম্পর্ক নিয়ে ওর অসুবিধা নেই, সেটি হলো— জিতের সঙ্গে সম্পর্ক। ছয় বছর আমরা একসঙ্গে ছিলাম। আমার মেয়ে তো ওই সম্পর্ক নিয়ে আমাকেই দোষারোপ করে। ও বলে— আমিই নাকি সম্পর্ক শেষ করেছি। আরও বলে— কী কারণে সম্পর্ক ভেঙেছে জানি না। কিন্তু যাই হোক, এর জন্য আমি তোমাকে ক্ষমা করব না।

একটা সময় স্বস্তিকা মুখোপাধ্যায় বহু পুরুষের ক্রাশ। তার সম্পর্ক মাঝেমধ্যেই ইন্ডাস্ট্রির হট টপিক হয়ে যায়। কিন্তু তিনি যে আদতে খুবই সাধারণ, স্বাধীনচেতা ও ভালো মেয়ে, নায়িকা বলেন, এখন পর্যন্ত ছয়জনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, ব্যাস। সেই প্রসঙ্গেই জিৎ উঠে আসেন আলোচনায়।

স্বস্তিকা বলেন, আমার মা-বোনও সবসময় ওর (জিতের) পক্ষই নিয়েছে। ওরা চেয়েছিল আমরা বিয়ে করি। আমার বোন তো কেঁদে ভাসিয়েছিল সম্পর্কটা ভেঙে যাওয়ার কথা শুনে। ও (মেয়ে অন্বেষা) জিতের সঙ্গে খুবই ঘনিষ্ঠ ছিল। যখন বড় হলো, ওর দাবি ছিল— জিৎ খুবই সুপুরুষ। মা তুমি এটা কী করলে।

কী কারণে জিতের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছিল, তা জানা যায়নি। পরেও কেউ এ বিষয় নিয়ে মুখ খোলেননি। জিৎ এ ঘটনার কয়েক বছর পর বিয়ে করেন। অন্যদিকে স্বস্তিকা নতুন করে সম্পর্কে জড়ালেও আর কাউকে বিয়ে করেননি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন