বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের বাবা আর নেই (ইন্নালিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন জায়েদ খানের বাবা এম এ হক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে এম এ হকের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তারপর পিরোজপুরে নিয়ে যাওয়া হবে তার মরদেহ। পিরোজপুরে দু’টি জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে। এর আগে জায়েদ খান জানিয়েছিলেন, তার বাবা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন