English

23 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

জাহ্নবীর জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা

- Advertisements -

বলিউডের নতুন প্রজন্মের তারকা জাহ্নবী কাপুর জীবনের ২৬টি বসন্ত পূর্ণ করলেন। বিভিন্ন আনুষ্ঠানিকতায় আজ (৬ মার্চ) পালন করা হচ্ছে তার জন্মদিন।

জাহ্নবীর জন্মদিনের এসব আয়োজনের মাঝে ঘোষণা করা হয়েছে আরও এক খুশির কথা। বলিউড পেরিয়ে এবার দক্ষিণে পাড়ি জমাবেন জাহ্নবী। এই প্রথম ‘প্যান ইন্ডিয়ান’ প্রকল্পের সিনেমায় দেখা যাবে জাহ্নবীকে।

সিনেমার নাম ‘এনটিআর ৩০’। কোরাতালা শিবার পরিচালনায় এই সিনেমায় এনটিআর জুনিয়রের বিপরীতে অভিনয় করছেন জাহ্নবী। প্রকাশ্যে এসেছে সে সিনেমার লুকও। জন্মদিনে এই সাফল্যের খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন জাহ্নবী।

প্রকাশ্যে আসা পোস্টারে দেখা যায়, নদীর তীরে গ্রাম্য যুবতীর বেশে বসে আছেন জাহ্নবী। তার এলো চুল ছড়িয়ে রয়েছে বুকের কাছে। গোলাপি ব্লাউজের সঙ্গে খাটো করে পরা হলুদ শাড়ি। তার সবুজ আঁচল আলুথালু এক পোষ্যের ভারে। তাকে কোলে নিয়েই বসে আছেন নায়িকা। হাসিমুখে ঘুরে তাকিয়ে আছেন পিছনে। দূরে আবছায়া। গাছের ফাঁকে জমাট বাঁধা কুয়াশা। উপরে লেখা, ‘ঝড়ের আগের শান্ত পরিবেশ।’ কী আছে ‘এনটিআর ৩০’-এর কাহিনিতে? ক্রমশই স্পষ্ট হবে কুয়াশা কেটে।

জাহ্নবীর হাতে আরও একগুচ্ছ বলিউড সিনেমা রয়েছে। সে সব সামলে আবার নতুন চুক্তিতে সিনেমার কাজ হাতে নিয়ে নিয়েছেন জাহ্নবী।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন