English

23 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
- Advertisement -

জায়েদ খানের ‘ডিগবাজি’ নিয়ে বিষ্ফোরক প্রশ্ন ছুড়লেন সঙ্গীতশিল্পী পারভেজ

- Advertisements -

জায়েদ খান মজার ছলে ডিগবাজী খেয়ে স্যোসাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন। এমনই ভাইরাল ও বিখ্যাত হয়েছে তার এ ডিগবাজী এখন সিনেমা প্রোমোশনে কিংবা যে কোন অনুষ্ঠানে গেলেই এ তারকার কাছে অনুরোধ আসে ডিগবাজী খাওয়ার। এদিকে জায়েদ খানের এ ডিগবাজী ইস্যুকে নতুন করে উসকে দিলেন সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদ।

মঙ্গলবার পারভেজ ফেসবুকে লিখেছেন-‘সংগীতের পাশাপাশি ‘ডিগবাজী শিল্প চর্চা’ শুরু করবো কিনা ভাবছি। কি বলেন সবাই?’ সাথে জুড়ে দিয়েছেন চিত্রনায়ক জায়েদ খানের একটি ছবি।

এ প্রসঙ্গে জানতে চাইলে পারভেজ সাজ্জাদ বলেন, “আসলে যে অবস্থা ইন্ডাস্ট্রির, এখানে নতুন গান গাইবো, রিলিজ করবো নাকি বিভিন্ন কৌশলে বিনোদন দিয়ে জনপ্রিয়তা অর্জন করবো সেটা নিয়ে ভাবছি।

আমি যেমন একজন সংগীতশিল্পী হিসেবে পরিচিত। জায়েদ খানও একজন অভিনয়শিল্পী হিসেবে পরিচিত। কিন্তু কোন কারণে তিনি মজা করে একটা ডিগবাজি খেয়েছেন। এখন তার সেই ডিগবাজি আলোচিত এবং ভাইরাল । আমার প্রশ্নটা সকলের উদ্দ্যেশ্যে।”

প্রসঙ্গত ২০০৮ সালে হৃদয় খানের সংগীত পরিচালনায় হৃদয়মিক্স ওয়ান অ্যালবাম-এ ‘যাবি যদি উড়ে দূরে’ গানটি দিয়ে সংগীতাঙ্গনে আলোচনায় আসেন শিল্পী পারভেজ সাজ্জাদ। তারপর ২০০৯ এ ‘পথ’, ২০১২ তে ‘প্রহর’, ২০১৬-তে ‘পাগল’ নামে তিনটি একক অ্যালবাম প্রকাশ করেন তিনি। সর্বশেষ ২০১৯ সালে ডিজে রাহাত-কে সাথে নিয়ে রিলিজ করেন তার বহুল আলোচিত ফোক ম্যাশআপ-২০১৯।

সর্বশেষ ২০২৩ সালে কাজল আরেফিন অমি পরিচালিত হোটেল রিল্যাক্স এ অদিতের সংগীত পরিচালনায় টাইটেল গান ‘রিল্যাক্স’- প্রকাশিত হয় পারভেজ-এর কন্ঠে। এছাড়াও বেশ কিছু সিনেমাতেও প্লেব্যাক করেছেন তিনি।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন